এইদিন ওয়েবডেস্ক,জব্বলপুর(মধ্যপ্রদেশ),০১ আগস্ট : সোমবার মধ্যপ্রদেশের জবলপুর জেলার একটি বেসরকারি মাল্টি-স্পেশালিটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । অগ্নিকান্ডের জেরে বেশ কয়েকজন রোগীসহ ১০ জনের মৃত্যু হয়েছে । ১৫-১৬ জন অসুস্থকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গেছে,নিউ লাইফ মাল্টি স্পেশালিটি হাসপাতাল নামে ওই হাসপাতালের স্টোর রুম থেকে আগুন ছড়ায় । ক্রমে আগুনের লেলিহান শিখা গোটা হাসপাতালকে গ্রাস করে । এলাকা জুড়ে কালো ধোঁয়ায় ঢেকে । বেশিরভাগ মানুষ ওই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বলে জানা গেছে ।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । পাশাপাশি তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তার দেওয়ার কথা ঘোষণা করেছেন ।।