এইদিন ওয়েবডেস্ক,০১ আগস্ট : ইদানিং অনলাইনে প্রতারণার নতুন ফাঁদ পেতে বসেছে প্রতারকরা । ফোন করে বা হোয়াটস অ্যাপে জানাচ্ছে বকেয়া বিদ্যুতের বিল পরিশোধের মেসেজ । সাইবার মাফিয়াদের পাঠানো ওই মেসেজে বলা হচ্ছে,’প্রিয় গ্রাহক, আপনার বিদ্যুৎ বিল বাকি আছে,তাই আজ বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হবে । দ্রুত বিদ্যুৎ দপ্তরের এই নম্বরে যোগাযোগ করুন ।’ এরপর যদি কেউ প্রতারকদের দেওয়া নির্দিষ্ট নম্বরে ফোন করে, তাহলেই হ্যাক করে দেওয়া হচ্ছে তার মোবাইলটি । তারপর হাপিশ করে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা । এভাবে এমন ভূয়ো মেসেজে প্রতারিত হওয়ার বেশ কিছু ঘটনা সামনে এসেছে ।
সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এই প্রকার সাইবার ক্রাইমের একটি গুরুতর ঘটনা সামনে এসেছে । গাজিয়াবাদের বাসিন্দা অঞ্জলি রানার অভিযোগ, তিনি একটি অজানা নম্বর থেকে একটি কল পেয়েছিলেন । সে নিজেকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলে পরিচয় দেয় । লোকটি তাঁকে বকেয়া ববিদ্যুৎ বিল মিটিয়ে দিতে বলে । বলা হয় ৩০ টাকার কম বিল বাকি আছে । শেষে ওই কথায় বিশ্বাস করে তিন হ্যাকার চক্রের পাতা ফাঁদে পা দিয়ে বসেন ।
তিনি জানান,সাইবার মাফিয়ারা তাঁকে তাদের পেটিএম নম্বরে ৩০ টাকা পাঠাতে বলে এবং টাকা আসার সাথে সাথেই তাঁর ফোন হ্যাক করে । মাফিয়ারা তাঁকে টিমভিউয়ার অ্যাপ ডাউনলোড করতে বলে । কথামত তিনি টিমভিউয়ার অ্যাপ ডাউনলোড করে মোবাইল নিয়ন্ত্রণ পান ঠিকই, কিন্তু কিছু পরেই তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৭,০০০ টাকা কেটে নেওয়ার মেসেজ পান । তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপর তিনি গাজিয়াবাদ পুলিশের দ্বারস্থ হন ।
উল্লেখ্য, দেশে সাইবার ক্রাইমের ক্রমবর্ধমান ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে । তবে এসব ক্ষেত্রে সাইবার ক্রাইম ব্রাঞ্চ বহুলাংশে সাফল্যও পাচ্ছে । তবে সাইবার মাফিয়াদের হাত থেকে রেহাই পেতে গেলে শুধু কঠোর নিয়ম ও কঠোর শাস্তির ব্যবস্থা থাকলেই হবে না,নাগরিকদের মধ্যে সচেতনতাও থাকতে হবে বলে জানিয়েছে পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ।।