প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ আগষ্ট : থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে জোড়া স্বর্ণ পদক জয় করলো বঙ্গতনয়া রামিশা দফাদার।তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনা শহরের ডাঙাপাড়ায়। রামিশার জোড়া স্বর্ণ পদক জয়ের খবর শনিবার তাঁর বাড়িতে পৌছায় । তারপর থেকেই খুশির জোয়ারের ভাসছেন রামিশার পরিবার পরিজন ও কালনার ক্রীড়ামোদিরা ।
এশিয়ান যোগাসন প্রতিযোগীতায় জোড়া স্বর্ণ
পদক জয়ী রামিশা দফাদার কালনার হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। ছোট বয়স থেকেই যোগাসনের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয় । তখন থেকেই সে যোগাসনের প্রশিক্ষণ নেওয়া শুরু করে । ২০১৯ সালে রামিশা প্রথম আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা অংশ নেয়।প্রথমবার বড় প্রতিযোগীতায় অংশ নিয়েই রামিশা স্বর্ণ পদক জয় করে। তার পর দু’বছর কাটতে না কাটতে ফের থাইল্যান্ডে অনুষ্ঠিত ’এশিয়ান যোগাসন স্পোর্টস চাম্পিয়নশিপে’ অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় রামিশা।গত ২৯-৩০ জুলাই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশ নিয়ে এবারও জোড়া স্বর্ণপদক জয় করে কার্যত তাক লাগিয়ে দেয় কালনার এই ছাত্রী ।
মেয়ের সাফল্যে উচ্ছশিত রামিশার পরিবার সদস্যরা এদিন জানান,থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগীতায় থাইল্যান্ডের প্রতিযোগীরা ছাড়াও কোরিয়া, ইন্দোনেশিয়া,ইরান, বাংলাদেশ সহ ১৪ টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহন করে। হুগলীর কোন্নগরের “যোগা এরা” সংস্থার হয়ে রামিশা এই প্রতিযোগীতায় নামার সূযোগ পায়। প্রতিযোগীতার দুটি বিভাগে অংশ নিয়ে প্রথম স্থান লাভ করে রামিশা জোড়া স্বর্ণ পদক লাভ করেছে। রামিশার দাদা অসীম দফাদার জানান,ছোট বয়স থেকে ধারাবাহিক ভাবে অনুশীলন চালিয়ে যাওয়াটাই তাঁর বোনের সাফল্যের চাবিকাঠি। বোন রামিশা বিশ্বের দরবার বাংলার মুখ উজ্জ্বল করায় তাঁরা যথেষ্টই খুশি ।।