এইদিন ওয়েবডেস্ক,বার্মিংহাম,০১ আগস্ট : বার্মিংহামে কমনওয়েলথ গেমসের আসরে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল । রবিবার এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া পাকিস্তান । বৃষ্টির কারনে ম্যাচটি হয় ১৮ ওভারের । ভারতীয় বোলারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে পাকিস্থানের মেয়েরা । তারা মাত্র ১০০ রানের লক্ষ্য রাখে ভারতের সামনে । আর ৩৮ বল এবং ৮ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্য টপকে যায় ভারত ।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩০ বলে ৩২ রান করেন মুনিবা আলি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন আলিয়া রিয়াজ । ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন স্নেহ রানা ও রাধা দেবী । জবাবি ব্যাটিং করতে নেমে ১১.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৪২ বলে অপরাজিত ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সহ-অধিনায়ক স্মৃতি ।
কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেটে গ্রুপ ‘এ’-র শীর্ষে রয়েছে ভারত । ভারতের পয়েন্ট ২। সমানসংখ্যক পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় যথাক্রমে গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বার্বাডোজ ও অস্ট্রেলিয়া । আর টানা দু’ম্যাচে হেরে গ্রুপের একেবারে তলানিতে রয়েছে পাকিস্তান ।।