এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০১ আগস্ট : মহারাষ্ট্রে পাত্র চাউল কেলেঙ্কারি মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে রবিবার গভীর রাতে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । রবিবার তাঁকে আটক করে ৬ ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় । শেষে রাত্রি ১২.০৫ নাগাদ গ্রেফতার করা হয় সঞ্জয় রাউতকে । সোমবার তাঁকে পিএমএলএ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে ইডি ।
মহারাষ্ট্রের মুম্বাইয়ে পাত্রা চাউল ল্যান্ড ( Patra Chawl land) নিয়ে ১০৩৪ কোটি টাকার দূর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । এই মামলায় এখনও পর্যন্ত সঞ্জয় রাউতের আলিবাগের জমি এবং মুম্বাইয়ের দাদরের ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে । ইডি গত ৫ এপ্রিল সঞ্জয় রাউত এবং তার স্ত্রী বর্ষা রাউতের ১১ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল । পরে ইডি তাঁকে ২৮ শে জুন হাজির হতে বললেও তিনি হাজির হননি। এরপর নিজেকে গ্রেফতার করার চ্যালেঞ্জও দেন সঞ্জয় রাউত। রাউতের কাছে সাম্প্রতিকতম সমন পাঠানো হয়েছিল গত ২৭ জুলাই । এছাড়াও সম্প্রতি ভাকোলা থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে । এই ল্যান্ড কেলেঙ্কারি মামলার স্বাক্ষী স্বপ্না পাটকরকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে সঞ্জয় রাউতের বিরুদ্ধে ।।
ছবি : সৌজন্যে টুইটার ।