এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০১ আগস্ট : মাত্র কয়েক ঘন্টার ভারী বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়ল জম্মু-কাশ্মীরের পুঞ্চের সুরানকোট এলাকা । রবিবার সন্ধ্যা থেকে আচমকা বৃষ্টির পর ড্রেন উপচে পড়ায় গোটা শহর এলাকা প্লাবিত হয়ে যায় । রাস্তাঘাট জলের তলায় তলিয়ে যায় । ঘরবাড়ি, দোকানে ঢুকে পড়ে ড্রেনের জল । আকস্মিক এই বন্যা পরিস্থিতিতে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে । তবে হতাহতের কোনো খবর নেই ।
পুঞ্চের এসএসপি রোহিত সাগোত্র বলেন,’রবিবার রাত্রি ৮ টার দিকে হঠাৎ বৃষ্টির পর শহরজুড়ে সমস্ত ড্রেন প্লাবিত হয়, তারপরে কিছু বুজে যাওয়া ড্রেনের জল শহরে প্রবেশ করে । সেই জল মানুষের ঘরবাড়ি ও দোকানে ঢুকেছে। পরিস্থিতি দেখে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে লোকজনকে ঘরে থাকার আবেদন জানিয়েছে ।’
এদিকে সুরানকোট শহরের বন্যা পরিস্থিতির কারনে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী গিয়ে উদ্ধার কাজ শুরু করে । মুঘল রোডে আটকা পড়া ১৪০ জনকে রাতেই উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশ । বর্তমানে তাদের সুরানকোটে সেনা ক্যাম্পে রাখা হয়েছে এবং তাদের খাবার ও বিছানা সরবরাহ করা হয়েছে । পুলিশ জানিয়েছে,ঠিক কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জল না সরা পর্যন্ত বলা সম্ভব নয় ।।
ফাইল ছবি : সৌজন্যে গুগুল ।