এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৫ জানুয়ারী : তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের খুনের ঘটনার পর থেকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বেলিয়ারা গ্রামের তৃণমূল সমর্থক প্রায় ১০০ পরিবারকে একবছর ধরে ঘরছাড়া থাকতে হয় । আজ ঘরছাড়া পরিবারগুলি গ্রামে ফেরার চেষ্টা করতেই দলের অপর গোষ্ঠীর লোকজনদের হাতে বেদম মার খেলেন তারা । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা । পুলিশের সামনেই ঘরছাড়াদের উপর লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায় অপর গোষ্ঠীর লোকজন । এই ঘটনায় প্রায় ১০ জন জখম হয়েছেন বলে খবর । ঘটনার পর আহতদের পরিবারগুলি বিষ্ণুপুর থানার সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে ।
প্রসঙ্গত,গতবছর ১ আগষ্ট বেলিয়াড়া গ্রামে খুন হন স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান বাবর আলী । এই খুনের ঘটনায় নাম জড়ায় বর্তমান পঞ্চায়েতের প্রধান তসমিনা খাতুনের স্বামী রহিম মন্ডল ও তার লোকজনের বিরুদ্ধে।পরে পুলিশ রহিম মণ্ডল ও বাকি অভিযুক্তদের গ্রেফতার করে । ঘটনার পর থেকে পঞ্চায়েত প্রধান ও তার পরিবারের সহ ১০০ জনের বেশী গ্রাম ছাড়া ।
আজ পুলিশের সহযোগিতায় গ্রাম ছাড়া প্রায় ১০০ জনকে একটি বাসে করে বেলিয়াড়া গ্রামে নিজের নিজের বাড়ী ফেরানো হচ্ছিল । সেই সময় অপর গোষ্ঠীর লাঠিসোঁটা নিয়ে ওই বাসের উপর চড়াও হয় । তারপর বাস থেকে একে একে নামিয়ে শুরু হয় বেদম মার । মহিলাদেরও ছাড়া হয়নি বলে অভিযোগ । ঘটনাস্থলে পুলিশ থাকলেও তৃণমূলের এক গোষ্ঠীর রুদ্র রুপ দেখে কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করে । এই ঘটনার পরেই আহতরা বিষ্ণুপুর থানার সামনে এসে শুয়ে পড়ে । পাশাপাশি শুরু হয় বিক্ষোভ ।।
দেখুন ভিডিও :