এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,৩১ জুলাই : অর্থ পাচার মামলায় (money laundering case) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ (Shehbaz Sharif) এবং তার ছেলে হামজা শাহবাজের বিরুদ্ধে সমন জারি করেছে পাকিস্তানের বিশেষ কেন্দ্রীয় আদালত । ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) দায়ের করা এই মামলায় তাঁদের আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । শনিবার পিতাপুত্রের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু তাঁরা আদালতে উপস্থিত হননি । শাহবাজ শরীফদের পক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের শুনানিতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেন । তারা আদালতে বিভিন্ন ধরনের যুক্তি দেখান।
হামজা শাহবাজের আইনজীবী রাও আওরঙ্গজেব যুক্তি দেখান তার মক্কেল কোমরে ব্যথার কারণে আদালতে আসতে পারেননি । অন্যদিকে শাহবাজ শরীফের আইনজীবী আমজাদ পারভেজ জানান, প্রধানমন্ত্রী শাহবাজ গতকাল সরকারি বৈঠকে ব্যস্ত ছিলেন। তাই তিনি রাতে লাহোরে আসতে চেয়েছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাকে ভ্রমণ করতে নিষেধ করা হয়। এফআইএ প্রসিকিউটর ফারুক বাজওয়া এনিয়ে কোনো আপত্তি জানাননি । শেষে আদালত আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার ছেলেকে আদালতে হাজির থাকার জন্য নির্দেশ দেন ।
উল্লেখ্য,২০২১ সালের ডিসেম্বরে চিনি কেলেঙ্কারির মামলায় ১৬ বিলিয়ন পাকিস্থানি মূদ্রা পাচারের অভিযোগ রয়েছে শাহবাজ শরিফ ও তার ছেলে হামজা শাহবাজ শরিফের বিরুদ্ধে । এনিয়ে তাদের বিরুদ্ধে বিশেষ আদালতে মামলা দায়ের হয়েছিল । মামলাকারী তার রিপোর্টে দাবি করেছিল তদন্তকারী দল শাহবাজ পরিবারের ২৮ টি বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যাতে ২০০৮-১৮ সালে ১৬.৩ বিলিয়ন পাকিস্থানি মূদ্রা বিদেশে পাচার করা হয়েছে । যদিও ইতিপূর্বে এই মামলায় জামিন পেয়েছেন শাহবাজ শরিফ এবং তার ছেলে ।।