এইদিন ওয়েবডেস্ক,বার্মিংহাম,৩১ জুলাই : ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানু কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ২০২২-এ ৪৯ কেজি ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছেন। বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে এটাই ভারতের প্রথম স্বর্ণপদক। টানা দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছেন মীরাবাই। তিনি টোকিও অলিম্পিক ২০২০ তেও স্বর্ণপদকও জিতেছিলেন । ২৭ বছর বয়সী চানু বার্মিংহামে তার অলিম্পিক রেকর্ডও উন্নত করেছেন। তিনি স্ন্যাচে ৮৮ কেজি তুলেছেন । যেখানে টোকিও অলিম্পিকে স্ন্যাচে তুলেছিলেন ৮৪ কেজি । এরপর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১০৯ কেজি ওজন তুললেন তিনি ।
অন্যদিকে কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম এনে দিয়েছেন ভারোত্তোলক মহাদেব সরগর । পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে তিনি রুপো জিতেছেন । তিনি দুই রাউন্ডের ৬ টি প্রচেষ্টায় তার সমস্ত শক্তি প্রয়োগ করেছিলেন, মোট ২৪৮ কেজি ওজন তুলেছিলেন এবং রৌপ্য পদক জিতেছিলেন। অন্যদিকে, মালয়েশিয়ার অনিক কাসদান ২৪৯ কেজি তুলে সোনার পদক জিতেছেন । শ্রীলঙ্কার দিলঙ্কা কুমারা ২২৫ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন।।