দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),৩০ জুলাই : রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় প্রতিবেশীর মাটির বাড়ির দেওয়াল আচমকা ভেঙে পড়ে । আর ওই দেওয়াল চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার হরিপুর গ্রামের বাসিন্দা এক প্রৌঢ়ের । মৃতের নাম পবিত্র সিদেভুঁই(৫২) । শনিবার সকালের এই ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় আনে । পরে ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান হাসপাতালের মর্গে পাঠানো হয় ।
জানা গেছে,হরিপুর গ্রামের বাসিন্দা পবিত্র সিদেভুঁই জনমজুরির কাজ করতেন । বাড়িতে রয়েছেন মা, স্ত্রী, দুই ছেলে । প্রতিদিনের মত এদিন কাকভোরে ঘুম থেকে উঠে মাঠে শৌচকর্ম সারতে গিয়েছিলেন । কিন্তু তিনি বাড়ি ফেরার সময় প্রভাত মাজি নামে এক প্রতিবেশীর বাড়ির কাছে আসতেই মাটির দেওয়ালের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । দেওয়াল চাপা পড়ে যান পবিত্রবাবু । দেওয়াল ভেঙে পড়ার আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে আসে । তারপর মাটি সরিয়ে পবিত্র সিদেভুঁইকে উদ্ধার করা হয় । তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় ভাতার স্টেট জেনারেল হাসপাতালে । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
মৃতের পরিবারের লোকজন ও প্রতিবেশীদের অভিযোগ, প্রভাত মাজিদের মাটির বাড়ির ওই দেওয়ালটি একবছরের অধিক সময় ধরে হেলে ছিল । ব্যবস্থা নেওয়ার জন্য বারবার বলা হচ্ছিল । কিন্তু কারোর কথায় কর্ণপাত করেনি প্রভাত । যদিও আগেই দেওয়ালটা ভেঙে ফেলে দিত তাহলে ওই প্রৌঢ়ের এভাবে বেঘোরে প্রাণ যেত না । এনিয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা ।।