এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),৩০ জুলাই : ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল মালদা জেলার মানিকচকের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে । শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের পর থেকে মানিকচক ব্লক জুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা । এদিকে বিদ্যুৎ না থাকায় ব্যহত হয়েছে সরকারি জল প্রকল্পের জল সরবরাহ । ফলে তীব্র গরমে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে ।
জানা গেছে,শনিবার ভোর প্রায় দুটো নাগাদ যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ আগুন লেগে যায় মানিকচকের বিদ্যুৎ সরবরাহ অফিসে । প্রথমে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে । পরে দমকলের একটি ইঞ্জিনে এসে আগুন নিয়ন্ত্রণে আনে । আর এই অগ্নিকাণ্ডের পর মানিকচক ব্লকের গ্রামগুলিতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ । পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা । বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারন সম্পর্কে মানুষকে অবগত করাতে শনিবার সকাল থেকে এলাকায় মাইকে প্রচার শুরু করেছে বিদ্যুৎ দপ্তর ।।