এইদিন ওয়েবডেস্ক,২৯ জুলাই : দেশের সরকারি স্কুলের দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের ধর্মীয় পাঠ্যক্রমের মাধ্যমে সশস্ত্র জিহাদের শিক্ষা দিচ্ছে তুরস্ক । পাঠ্যপুস্তকটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের(Recep Tayyip Erdoan) নেতৃত্বে ইসলামিস্ট জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (AKP) এর প্রচলিত মতাদর্শ প্রতিফলিত করে । যদিও ওই পাঠ্যপুস্তকে আল-কায়েদা এবং ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (ISIS) এর মতো হিংসাত্মক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির দ্বারা জিহাদের ধারণাকে উপেক্ষা করা হয়েছে।
আব্দুল্লাহ আকিক(Abdullah Acık),ভেলি কারাতাস (Veli Karatas) এবং মুস্তাফা ইলমাজ(Mustafa Yılmaz)দ্বারা রচিত ওই পুস্তকের ২০১৯ সংস্করণটি সরকারি মুদ্রণ কার্যালয় দ্বারা দুটি খণ্ডে ছাপা হয়েছিল এবং ‘ইসলামের ধর্মীয় বিশ্বাসের মৌলিক বিষয়গুলি’ (Fundamentals of Islam’s Religious Beliefs) শিরোনাম আকারে বিতরণ করা হয়েছিল ।
বইটিতে সকল মুসলমানের জন্য সশস্ত্র জিহাদকে বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে । পাশাপাশি বলা হয়েছে,বর্তমানে ইসলামের বিরোধীরা জিহাদের ধারণাটিকে খারাপ উদাহরণ হিসাবে উত্থাপিত করার চেষ্টা করছে এবং ইচ্ছাকৃতভাবে মুসলমানদের অপমান করেছে । বইটিতে জোর দেওয়া হয়েছে সশস্ত্র জিহাদ সকল মুসলমানের জন্য বাধ্যতামূলক, কিন্তু তা সন্ত্রাসবাদী গোষ্ঠীর ধারণার ভুল ব্যবহার উপেক্ষা করে । সেই কারনে বইয়ের কোথাও আল-কায়েদা, আইএসআইএস বা অন্যান্য সহিংস জিহাদি গোষ্ঠীগুলির হত্যা,লুণ্ঠন, ধর্ষণ এবং অন্যান্য অপরাধের ধারণার কথা উল্লেখ করা হয়নি । যদিও তাদের সমালোচনাও করা হয়নি । বইটিতে প্রতিটি মুসলিম পুরুষ ও মহিলাকে জিহাদি কার্যকলাপ পালনকে অন্যতম প্রধান দায়িত্ব হিসাবে বর্ণনা করা হয়েছে ।
তবে আল-কায়দা বা ইসলামিক স্টেটের কর্মকাণ্ডের বিষয়ে বইটিতে উল্লেখ না থাকলেও ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে আল-কায়েদার সন্ত্রাসী হামলাকে সমর্থন করা হয়েছে । যে হামলায় প্রায় ৩ হাজার নিরীহ মানুষের প্রাণহানী হয়েছিল । এছাড়া বইটিতে ইউরোপীয় ইউনিয়নকে পোপের নেতৃত্বাধীন একটি খ্রিস্টান ক্লাব হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং ন্যাটো জোটের সমালোচনা করা হয়েছে । প্রেসিডেন্ট এরদোয়ান এবং তার সহযোগীদের ইসলামপন্থী আদর্শ তুরস্কে শিক্ষার উপর প্রভাব বিস্তারের একটি উদ্বেগজনক উদাহরণ হিসাবে ওই বইটিকে দেখা হচ্ছে ।।