এইদিন ওয়েবডেস্ক,ম্যাঙ্গালুরু,২৯ জুলাই : বৃহস্পতিবার রাতে কর্ণাটকের ম্যাঙ্গালুরুর সুরাতকাল জেলায় বছর তেইশের এক যুবককে নৃসংশভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে । দিন তিনেক আগে বেল্লারিতে বিজেপির যুবমোর্চার এক নেতাকে একই কায়দায় নৃশংসভাবে খুন করা হয় । বিগত তিন দিনের মধ্যে জোড়া খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় । বিস্তীর্ণ এলাকা জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা । এছাড়াও মুসলিম সম্প্রদায়ের লোকজনকে ঘরে বসে নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে ।
ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার এন শশী কুমার বলেছেন,’বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ ঘটনা ঘটেছে ম্যাঙ্গালুরুর সুরাতকলের কৃষ্ণপুরা কাট্টিপাল্লা রোডের কাছে । ৪-৫ জন মিলে ওই যুবকের উপর চড়াও হয়ে নির্মমভাবে আক্রমণ করে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।’ এই ঘটনার পর সুরাটকলে বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন । পাশাপাশি তিনি বলেন, ‘বিষয়টি একটি প্রেমের সম্পর্কিত বলে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দিকে মোড় ঘোরানোর চেষ্টা চলছে । আমরা এখনও অভিযুক্তদের ধরতে পারিনি তাই এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয় ।’
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন,ওই যুবকের উপর একদল যুবক মিলে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল । এনিয়ে সুরতকল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । পাশাপাশি সুরতকল, মুলকি, বাজপে, পানম্বুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে । স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নিহতের নাম ফয়সাল। শুক্রবার মৃতদেহের ময়নাতদন্তের পর দেহ কবরস্থ করা হয়েছে । উল্লেখ্য, দুদিন আগে বিজেপির যুব মোর্চার সদস্য প্রবীণ কুমার নেত্তারুকে (Praveen Kumar Nettaru) নৃসংশভাবে হত্যা করা হয়েছিল । ঘটনার সময় ওই যুবক দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন । সেই সময় তাঁর উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । এই ঘটনায় মহম্মদ শফিক বলরে (Mohammed Shafiq Ballere) এবং জাকির সাভানুরু (Zaqir Savanuru) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতরা দু’জনেই সন্ত্রাসবাদী সংগঠন পিএফআই(PFI) ও এসডিপিআই(SDPI). এর সাথে সক্রিয়ভাবে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ ।।