এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,১৫ জানুয়ারী : দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা দিল মারুতি ভ্যান । এই দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মারুতির চালক সহ তিনজন যাত্রী । আহতদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে । শুক্রবার ভোর পৌনে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ভাতাড়ের বাণেশ্বরপুর গ্রামের কাছে ভাতাড় মালডাঙা রোডে । আহতদের আর্ত চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন । তারপর তাঁরা আহতদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যায় । পরে তিন আহতকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । জানা গেছে, আহতদের বাড়ি নদিয়ার কৃষ্ণনগর এলাকায়।তারা কৃষ্ণনগরের উদ্দেশ্যেই যাচ্ছিলেন ।
জানা গেছে, এদিন ভোরে এক শিশুসহ পাঁচজন যাত্রী নিয়ে ভাতার-মালডাঙা সড়ক পথ দিয়ে মালডাঙ্গার মুখে যাচ্ছিল ওই মারুতি ভ্যানটি ।ভাতাড় থানার বাণেশ্বরপুরের সঙ্গদাসগড় মাঠের কাছে আসতেই দুর্ঘটনাটি ঘটে ।
জানা গেছে,সঙ্গদাসগড় মাঠের কাছে একটি বাঁক রয়েছে । ওই বাঁকের কিছুটা পাশেই দাঁড় করানো ছিল ডাম্পারটি । মারুতিটি রাস্তার ওই বাঁক ঘুরে এগিয়ে এগিয়ে যেতেই ওই ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা দেয় । মারুতি ভ্যানটির সামনের দিকের অংশ কার্যত দুমরে মুচড়ে যায় । এদিকে দুর্ঘটনার পরেই ডাম্পারটি পালিয়ে যায় ।
জানা গেছে, দুর্ঘটনার সময় মারুতির চালক তাপস মান্দুরির পাশে বসেছিলেন খোকন মণ্ডল নামে এক যাত্রী । তাঁরা সবচেয়ে বেশি আঘাত পান । খোকন মণ্ডলের একটি চোখ উপড়ে বেরিয়ে আসে । মারুতির পিছনের আসনে বসে এক মহিলা ও চার বছরের এক শিশুসহ ৩ জন । ওই শিশুটিও আহত হয় । স্থানীয় লোকজন ওই মহিলা ও শিশুর চিৎকার শুনে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ যায় । মারুতি চালক ঘুমিয়ে পড়ার কারনেই এই দুর্ঘটনাটি ঘটে বলে অনুমান স্থানীয়দের ।।