এইদিন ওয়েবডেস্ক,পাটনা(বিহার),২৮ জুলাই : বিহারের রাজধানী পাটনার ফুলওয়ারি শরীফে (Phulwari Sharif) পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(PFI) এর আড়ালে চলা দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করে দিয়েছে এনআইএ । বৃহস্পতিবার দারভাঙ্গার শঙ্করপুর গ্রামে পৌঁছেছে এনআইএর টিম । বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে সেখানে বেশ বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর । সম্প্রতি বিহার পুলিশ পিএফআইয়ের সাথে যোগসূত্রের অভিযোগে ৩ জন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করার পর পাটনার সন্ত্রাসবাদী চক্রটির বিষয়টি প্রকাশ্যে আসে । প্রকাশ্যে আসে ভারতকে মুসলিম রাষ্ট্র গঠনের ভয়ঙ্কর পরিকল্পনার কথা ।
পাটনা টেরর মডিউল মামলায় ধৃতদের মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মোহাম্মদ জালালুদ্দিন এবং আতহার পারভেজ । তাদের ১৩ জুলাই বিহারের রাজধানী পাটনার ফুলওয়ারি শরীফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । তার ঠিক তিন দিন পরে তৃতীয় সন্ত্রাসবাদী নুরউদ্দিন জাঙ্গিকে উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সহায়তায় লখনউ থেকে গ্রেফতার করে বিহার পুলিশ । দারভাঙ্গার এসএসপি আওয়াসিয়া কুমার জানিয়েছেন, ধৃত তিনজনই দারভাঙ্গা জেলার উর্দু বাজারের বাসিন্দা । তিনজনই পিএফআই-এর সাথে যুক্ত ।
পাটনা পুলিশ জানিয়েছে,সন্ত্রাসবাদীরা পাটনার ফুলওয়ারি শরিফের আহমেদ প্যালেসের দ্বিতীয় তলায় একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে বসেছিল । সেখানে মার্শাল আর্ট শেখানোর আড়ালে সন্ত্রাসের প্রশিক্ষণ দিচ্ছিল মোহাম্মদ জালালুদ্দিন এবং আতহার পারভেজ । মূলত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পরিচালনায় ওই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র গোটা বিহার জুড়েই গড়ে তোলা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ । আর প্রশিক্ষণের নামে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করার প্রস্তুতি নিচ্ছিল পিএফআই এসডিপিআই ।।