এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৭ জুলাই : নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় মহারাষ্ট্রের অমরাবতীতে উমেশ কোলহে নামে এক ওষুধ ব্যবসায়ীকে নৃসংশভাবে খুন করেছিল জিহাদিরা । এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে এনআইএ । তার মধ্যে এক অভিযুক্ত শাহরুখ পাঠানকে রাখা হয়েছিল মুম্বাইয়ের আর্থার রোড জেলের সাত নম্বর ব্যারাকে । জানা গেছে,আসামিরা নিজের নিজের অপরাধ নিয়ে আলাপ আলোচনা করছিল । সেই সময় বাকিরা শাহরুখ পাঠানকে তার অপরাধের কথা জিজ্ঞাসা করলে পাঠান জানায় নূপুর শর্মাকে সমর্থন করার জন্য তারা কয়েকজন মিলে উমেশ কোলহেকে হত্যা করেছে ।
জানা গেছে,মুসলিম কট্টরপন্থী শাহরুখ পাঠানের মুখ থেকে এই কথা শোনার পর বাকি আসামিরা ব্যাপক ক্ষিপ্ত হয়ে ওঠে । এরপর কল্পেশ প্যাটেল, হেমন্ত মানেরিয়া, অরবিন্দ যাদব, শ্রাবণ আওয়ান,সন্দীপ যাদবসহ ৭ জন আসামি মিলে শাহরুখকে বেদম পেটাতে শুরু করে । জেলের নিরাপত্তা রক্ষীরা তাকে উদ্ধার করে । পরে অন্য ব্যারাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় উমেশ কোলহের খুনিকে । পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ।
উল্লেখ্য,গত ২২ জুন দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় উমেশ কোলহের বাইক আটকে তাঁকে নৃসংশভাবে খুন করে চারজন মুসলিম আততায়ী । পরে তদন্তকারী দল জানতে পারে নূপুর শর্মাকে সমর্থন করে তিনি একটি পোস্ট বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলেন । আর তখন থেকেই ইসলামিক মৌলবাদীদের টার্গেট হয়ে গিয়েছিলেন নিহত উমেশ কোলহে ।।