গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ জানুয়ারী : কয়েকদিন ধরে আচমকা ঠান্ডা উধাও হয়ে গিয়েছিল । কিন্তু পৌষ সংক্রান্তিতে ফের হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে । তাই এই ঠান্ডায় দুঃস্থদের উষ্ণতার পরশ দিতে এগিয়ে এল কাটোয়ার বিকিহাটের শুকদেব বাবার প্রতিষ্ঠিত বিশ্বশুক সেবাশ্রম সংঘ ও মিলন মঠ । পৌষ সংক্রান্তির বিকেলে এলাকার শতাধিক দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দিল আশ্রম কর্তৃপক্ষ । বিকিহাট আশ্রমের ইনচার্জ মহারাজ বীরেন ব্রহ্মচারীর তত্বাবধানে কম্বল বিতরন করা হয় । তিনি ছাড় উপস্থিত ছিলেন ভোলাগিরি ব্রহ্মচারী, অরুন ব্রহ্মচারী, কুনাল ব্রহ্মচারী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সঞ্চালক তথা আশ্রমের কর্মী শিক্ষক হীরক বিশ্বাস বলেন-” সেবা ধর্মের মূর্ত প্রতীক ছিলেন শ্রী শ্রী ঠাকুর শুকদেব বাবা । তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর শীতকালে আশ্রমের তরফ থেকে দুঃস্থ মানুষদের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয় । এবছরেও তার অন্যথা হয়নি । এছাড়া সারা বছর ধরে বস্ত্র বিতরন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরন, রক্তদান শিবির,দুস্থ ছাত্রাবাস পরিচালনা, নরনারায়ণ সেবা,বিনামূল্যে স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন সেবামূলক কাজ করা হয়। ঠাকুরের বানী- “সর্বজীবে আত্মারূপে ভগবানকে দর্শন করো। ” তাই ভগবানের সেবার নিমিত্ত সর্ব জীবের সেবার জন্য সদা সর্বদা নিয়োজিত বিশ্বশুক সেবাশ্রম সংঘ ও মিলন মঠের ভক্ত ও সন্যাসী ও আশ্রমিকবৃন্দ।’।