এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৪ জানুয়ারি : শ্রমিক মেলা চলাকালীন বিক্ষোভ দেখানোয় কংগ্রেস ও সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের আটক করল পুরাতন মালদা থানার পুলিশ । বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া মাঠে শ্রমিক মেলার আয়োজন করা হয়েছিল । মেলায় উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনসহ প্রশাসন ও পঞ্চায়েতের প্রতিনিধিরা ।
জানা গেছে, এদিকে মেলার অনুষ্ঠান সবে শুরু হয়েছে আর তার ঢিল ছোড়া দূরত্বে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি এবং বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিটুর নেতা ও কর্মীরা । বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আইএনটিইউসির জেলা সভাপতি লক্ষী গুহ, সিটুর নেতা নুরুল ইসলাম, সর্বানন্দ পান্ডে প্রমুখ । যদিও তাঁরা মূলত শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখান । তবে মন্ত্রীর উপস্থিতিতে এই বিক্ষোভে চরম অস্বস্থিতে পড়ে যায় পুলিশ প্রশাসনের কর্তারা । তারপর পুলিশ পুরাতন মালদার রাজ্য সড়কে বিক্ষোভকারীদের কাছে গিয়ে বিক্ষোভ থামাতে তৎপর হয় । শেষে আটক করা হয় বিক্ষোভকারী নেতা কর্মীদের । আটক নেতা কর্মীরা পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ।।