প্রদীপ চট্টৌপাধ্যায়,বর্ধমান,২৫ জুলাই : বুড়োরাজ মন্দিরে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বেপোরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই পুন্যার্থীর। জখম হয়েছেন আরো ২ জন। জখম ২ জনের অবস্থাও আশঙ্কাজনক ।সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পারুলিয়া এলাকায়। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে পুন্যার্থীরা পূর্বস্থলীর জামালপুরের ঐতিহ্যবাহী বুড়োরাজের মন্দিরে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় ৪ জন পুর্নার্থীকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়।হাসপাতালে নিয়ে গেলে আর এক জন মারা যান।মৃত দু’জনের নাম সমীর ঘোষ ৩৭)ও অসিত ঘোষ(৪০)।তাদের বাড়ি নদীয়ার নবদ্বীপ থানার মহিশুরা পঞ্চায়েতের জলমুণ্ডি ঘোষপাড়ায়। জখম পুর্নার্থীরা হলেন প্রসেনজিত ঘোষ ও বাপ্পা ঘোষ।দুর্ঘটনার পর আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।সেখান থেকে তাদের শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,রবিবার রাতে জল নিয়ে একটি ন’জনের দল তাঁরা পাটুলির জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন । তাঁরা বাঁকে করে গঙ্গা থেকে জল নিয়ে কালনা কাটোয়া রোড ধরে জামালপুরে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৪টা নাগাদ পূর্বস্থলীর পারুলিয়ার কাছে বেপোরোয়া একটি লেবু বোঝাই ছোট গাড়ি পুর্নাথীদের পিছন থেকে সজোরে ধাক্কা মারে ।প্রত্যক্ষদর্শীরা জানান, “পুন্যার্থীরা
পারুলিয়ার কাছে একটি দোকানের সামনে বসে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ান ।তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে” । পুলিস চালক ও ঘাতক গাড়িটিকে আটক করেছে ।।