অভিষেক চৌধুরী,মন্তেশ্বর,১৪ জানুয়ারী : পৌষ মাস মানেই লক্ষ্মীমাস।ঘরে-ঘরে শস্যসম্পদ সহ ধনসম্পদ যাতে ভরে যায়,উপচে পড়ে,উগলে ওঠে তাই এই মাসের সংক্রান্তির দিনেই দেবী চামুন্ডাকে নিয়ে মন্তেশ্বরের মাইচপাড়ায় হয় উগল-উ উৎসব।আর এই উৎসবে মেতে ওঠেন মন্তেশ্বরবাসী।পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে এইদিন বৃহস্পতিবার মন্তেশ্বরের মাইচপাড়ায় এমনিই এক ছবি ধরা পড়লো।
পূর্ব বর্ধমানে মন্তেশ্বরের মাইচপাড়ায় অবস্থিত দেবী চামুন্ডাকে এইদিন মূলমন্দির থেকে ভোগমন্দিরে নিয়ে যাওয়া হয়।দেবী মা কে নিয়ে এইদিন ঢাকবাদ্যি সহকারে নাচতে নাচতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ভোগ মন্দিরে যান সেবাইতরাও।সেখানে চন্ডীপাঠ সহ দেবীকে পুজো করা হয়।বসে মেলাও।করোনার কারণে এইবছর বৈশাখ মাসে দেবী চামুন্ডার বাৎসরিক পুজো না হওয়ায় ভক্তদের মনে একটা আক্ষেপও ছিলো।সেই আশা পূরণ করতেই এইদিন দেবী মা কে দেখতে ভোগ মন্দির প্রাঙ্গনে উপচে পড়ে ভিড়।এই বিষয়ে নবগোপাল হাজরা নামে এক ভক্ত বলেন,‘প্রত্যেক বছরই বৈশাখ মাসে দেবী চামুন্ডার বাৎসরিক পুজো হয়।দেবী মূল মন্দির থেকে বড়ো মন্দিরে আসেন সেখানেই চারদিন ধরে পুজো চলে।কিন্তু করোনার কারণে এইবার পুজো বন্ধ থাকায় হাজার-হাজার ভক্ত মানুষের মনে আক্ষেপ থেকে যায়। বছরের পৌষ সংক্রান্তির দিন দেবী মূল মন্দির থেকে আরো একবার বাইরে আসেন অর্থাৎ ভোগমন্দিরে আসেন।এই পুজোকে উগল-উ পুজো বলে।অর্থাৎ এই লক্ষ্মীমাসেই শস্যসম্পদ সহ ধনসম্পদ যাতে উগলে পড়ে উপচে ওঠে সেই কারণেই এই পুজো হয়।দেবী সকলের মনোষ্কামনা পূরণ করেন।’।