এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২৫ জুলাই : কৌশল আর ধৈর্যের খেলা হল দাবা । একটি চাল দেওয়ার আগে তার আগেপিছু ভাবতে হয় দাবাড়ুকে । তবে দাবার ছকের মধ্যে রাজা,মন্ত্রী,গজ, ঘোড়া,সেনার যুদ্ধ হলেও দাবাড়ুদের মধ্যে হিংসার কোনো স্থান নেই । কিন্তু এই প্রথম কোনো দাবাড়ু বিপক্ষের চালে অতিষ্ঠ হয়ে হিংসক হয়ে উঠল । ভেঙে দিল বিপক্ষের আঙুল । তবে হামলাকারী দাবাড়ুটি হল একটি রোবোটিক দাবাড়ু । আর ঘটনাটি ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোয় ।
গত সপ্তাহে মস্কো ওপেনে ৭ বছর বয়সী ক্রিস্টোফার নামের এক শিশুর সঙ্গে একটি ম্যাচ খেলার সময় হিংসক হয়ে উঠেছিল রোবটটি । বলা হচ্ছে,রোবটটি ক্রিস্টোফারের দ্রুত চাল দেওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে তার আঙুল চেপে ধরে ভেঙে দেয় । বিষয়টি স্বীকার করে মস্কো চেজ ফেডারেশনের প্রেসিডেন্ট সের্গেই লাজারেভ বলেন, ‘রোবটটি ওই শিশুটির একটি আঙুল ভেঙে দিয়েছে। এর আগে রোবটটি অনেক প্রদর্শনী ম্যাচ খেলেছে। কিন্তু কখনো এমন আচরণ করেনি। এটি অবশ্যই বাজে আচরণ ।’
ঘটনাটি ১৯ জুলাইয়ের । রাশিয়ার সমস্ত সংবাদ মাধ্যমই খবরটি প্রকাশ করেছে । রাশিয়ার একটি বৈদ্যুতিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে,শিশুটি চাল দিতে গেলে রোবোটটি তার আঙুল চেপে ধরে । কয়েকজন সেখানে ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে । কিন্তু তার একটি আঙুল ভেঙে যায় । যদিও আঙুলে প্লাস্টারের পর ফের খেলাতে মনোনিবেশ করে করে মস্কোর অন্যতম শীর্ষ শিশু দাবাড়ু ক্রিস্টোফার ।
ঘটনা প্রসঙ্গে রাশিয়ান চেজ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সের্গেই স্মাগিন বলেন,’শিশুটি একটি চাল দিয়েছিল। রোবটটিকে তার পাল্টা চাল শেষ করার জন্য সময় দেওয়া দরকার ছিল। কিন্তু শিশুটি দ্রুত তার চাল দিতে গেলে রোবটটি তার আঙুল চেপে ধরে । রোবটের সঙ্গে খেলার সময় কিছু নিরাপত্তার নিয়মকানুন আছে। কিন্তু শিশুটি সে নিয়ম মানেনি । তাই এই ঘটনা ঘটেছে ।’ তবে রোবট সরবরাহকারীদের বিষয়টি নিয়ে ভাবার জন্য আবেদন জানিয়েছেন সের্গেই স্মাগিন ।।