এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৩ জুলাই : হাতে গোনা দু’দিন বাকি । তারপরেই ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হবে কমনওয়েলথ গেমস । কিন্তু শনিবার পর্যন্ত যুক্তরাজ্যের ভিসা মেলেনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের ছয় সদস্যের । এর মধ্যে রয়েছে তিনজন খেলোয়াড় ও তিনজন সাপোর্ট স্টাফ । টিম ইন্ডিয়া বর্তমানে ব্যাঙ্গালোরে অনুশীলন করছে । রবিবার বার্মিংহামের উদ্দেশে ১০৭ জন মহিলাসহ ৩২২ সদস্যের একটি দল পাঠাবে ভারত । এর মধ্যে রয়েছে ৭২ টিম অফিসার, ২৬ জন অতিরিক্ত অফিসার, ৯ জন ক্যাজুয়াল স্টাফ এবং তিনজন জেনারেল ম্যানেজার । কিন্তু দলের ৬ জনের ভিসা না মেলায় সমস্যার সৃষ্টি হয়েছে । বিসিসিআই এই বিষয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সাথে যোগাযোগ করছে । উল্লেখ্য, প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত হয়েছে মহিলা ক্রিকেট ।
দীর্ঘ প্রায় ২৪ বছর পর ক্রিকেট অন্তর্ভুক্ত হল কমনওয়েলথ গেমসে । শেষবার ক্রিকেট খেলা হয়েছিল ১৯৯৮ সালে । তবে এবারে শুধু মহিলা দলই অংশগ্রহন করবে । টেস্ট ক্রিকেটের জন্য বিখ্যাত এজবাস্টনে ক্রিকেট ম্যাচ হবে । টুর্নামেন্টে অংশ নেবে ৮ টি দল । চারটি করে দলকে ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ করা হয়েছে । ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, বার্বাডোজ ও পাকিস্তান । ‘বি’ গ্রুপে রাখা হয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে । ২৯ জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া । প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে ।
গত ১১ জুলাই ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা করা হয় । ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন হারানপ্রীত কৌর । বাকিরা হলেন-স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, এস মেঘনা, তানিয়া ভাটিয়া (ডব্লিউকে), ইয়াস্তিকা ভাটিয়া (ডব্লিউকে), দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কওয়াড়, পূজা ভাস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা ঠাকুর, জেমিমা রদ্রিগেজ, রাধা যাদব, হারলিন দেওল, স্নেহ রানা ।অতিরিক্ত খেলোয়াড় হলেন সিমরান দিল বাহাদুর, রিচা ঘোষ ও পুনম যাদব ।।