এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ জুলাই : দীর্ঘ প্রায় ২৭ ঘন্টা জেরার পর অবশেষে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । এসএসসি নিয়োগ দূর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী,পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়িসহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডির একাধিক তদন্তকারী দল । ওইদিন সকালে কঠোর নিরাপত্তার মধ্যে কলকাতার নাকতলায় পার্থবাবুর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে ইডির আধিকারিকরা । পাশাপাশি চলে ম্যারাথন জেরা । রাতভর জেরা চলে । রাত সাড়ে ১০টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে পার্থবাবুর বাড়িতে পৌঁছোন ইডির এক আধিকারিক । শনিবার সকাল পর্যন্ত তাঁরা মন্ত্রীর বাড়িতেই ছিলেন । সকালে জিজ্ঞাসাবাদ চলার সময় পার্থবাবু অসুস্থ বোধ করায় সকাল ৮ টা নাগাদ মেডিক্যাল টিম গিয়ে তাঁর চিকিৎসা করে । তার কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয় পার্থবাবুকে । অবশ্য তখন উপস্থিত ছিলেন পার্থবাবুর আইনজীবীও ।
জানা গেছে,প্রাক্তন মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে ফের জেরা করা হবে । আজই তোলা হবে আদালতে । এদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ডায়মন্ড সিটি রোডের ফ্লাট থেকে আরও ১ কোটি নগদ টাকা এবং ৫০ লক্ষ টাকার গহনা উদ্ধার হয়েছে । সব মিলিয়ে ২১ কোটি নগদ টাকা উদ্ধার হল অর্পিতদেবীর বাড়ি থেকে । পাশাপাশি এদিন অর্পিতার এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইডি । উল্লেখ্য, নাকতলা উদয়ন সংঘের ব্র্যান্ড অ্যাম্বাসাডার অর্পিতা। তাঁর নামে বেলঘরিয়ার রথতলার ক্লাবটাউন হাইটসে দুটি ফ্ল্যাট ও একটি বাড়ি রয়েছে ।
প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে শিক্ষক নিয়োগ দূর্নীতি প্রচুর অভিযোগ জমা পড়েছে কলকাতা হাইকোর্টে । বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই । বিচারপতি গঙ্গোপাধ্যায় কার্যত ‘ফ্রি হ্যান্ড’ দিয়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী দলটিকে । আর তারপরেই কোমড় বেঁধে আসরে নেমে পড়ে তদন্তকারী দলের আধিকারিকরা । শুক্রবার এক যোগে ১৭ জায়গায় চলে তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ । শেষ পর্যন্ত এই মামলায় গ্রেফতার হলেন তৃণমূল সরকারের এক হেভিওয়েট নেতা । ফলে চরম অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ।।