এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১৪ জানুয়ারী : অযোধ্যায় রাম মন্দির নির্মানের জন্য চাঁদা সংগ্রহ অভিযান শুরু করল আরএসএস । বৃহস্পতিবার সকালে কাটোয়ার দাঁইহাটে প্রায় তিন শতাব্দী প্রাচীন রামমন্দিরে পূজার্চনার মধ্য দিয়ে অযোধ্যার রামমন্দিরের জন্য “নিধি সমর্পন অভিযান”-এর আনুষ্ঠানিক সূচনা করা হয় । উপস্থিত ছিলে আরএসএসে বিভাগ সম্পর্ক প্রমুখ নিরঞ্জন মাগুরা,জেলা সম্পর্ক প্রমুখ পূর্ণেন্দু দত্ত,অমরকৃষ্ণ ভদ্র প্রমুখ ।
পূর্ণেন্দু দত্ত জানিয়েছেন, রামমন্দিরের নিধি সমর্পন যাত্রার আনুষ্ঠানিক সূচনার পর যে সমস্ত কর সেবকরা ১৯৯২ সালে ধাঁচা সরানোর সময় অযোধ্যায় উপস্থিত ছিলেন তাঁদের এদিন সংবর্ধনা দেওয়া হয় । তারপর অর্থ সংগ্রহের উদ্দেশ্যে মহকুমা শাসক,দাঁইহাট ফাঁড়ি ইনচার্জ, পৌরপ্রধান, কাটোয়া-১ বিডিওর পাশাপাশি স্থানীয় কয়েকটি বাড়িতেও ঘোরা হয় ।
এদিকে রামমন্দিরের জন্য ‘নিধি সমর্পন অভিযান’ বা অর্থ সংগ্রহ অভিযানের উদ্দেশ্যে বুধবার বিকেলে পূর্ব বর্ধমানের জামালপুরের বুড়োরাজ তলায় হিন্দু সম্মেলনের আয়োজন করে হিন্দু জাগরন মঞ্চ । উপস্থিত ছিলেন হিন্দু জাগরন মঞ্চের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক তাপস বারিক, সাংগঠনিক কাটোয়া জেলার সম্পাদক দেবদাস ভট্টাচার্য,সঞ্জয় শাস্ত্রীসহ রাজ্য ও জেলার নেতৃত্বরা ।।