এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ জুলাই : শিক্ষক নিয়োগ কেলেঙ্কারীর তদন্তে নেমে বড়সড় সাফল্য পেলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রায় ২০ কোটি নগদ টাকা । দক্ষিণ কলকাতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের এক অভিজাত আবাসনে রয়েছে অর্পিতাদেবীর ফ্লাট । শুক্রবার সেখানে তল্লাশি অভিযান চালিয়ে এই টাকার পাহাড় উদ্ধার করতে সক্ষম হয় ইডি । টাকা উদ্ধারের পর এদিন রাত ৮.১০ মিনিট নাগাদ ইডির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টাকার স্তুপের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডে নিয়োগ কেলেঙ্কারির সাথে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে ইডি অনুসন্ধান অভিযান চালাচ্ছে।’
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের । আর এতে আর্থিক লেনদেনের বিষয়টি জানতে রীতিমতো কোমড় বেঁধে আসরে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি । শুক্রবার সকাল থেকে রাজ্যের ১৩ টি জায়গায় তল্লাশি অভিযানে নামে ইডি । এদিন সাত সকালেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডির তদন্তকারী দল । বাড়িতে থাকা নিরাপত্তা রক্ষীদের ফোন নিয়ে নেওয়া হয় । তারপর তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং গোটা বাড়ি ঘিরে নেয় কেন্দ্রীয় বাহিনী । বাড়ির সামনে ব্যারিকেড করে রেখে শুরু হয় তল্লাশি অভিযান । পাশাপাশি এসএসসি দুর্নীতি মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তাকে জিজ্ঞাসাবাদও করা হয় বলে খবর । অন্যদিকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও গিয়ে তল্লাশি চালায় ইডি । তবে পার্থ ঘনিষ্ঠ টালিগঞ্জের বাসিন্দা অর্পিতা মুখোপাধ্যায়ের বিলাসবহুল ফ্লাটে তল্লাশি অভিযান চালাতে গিয়ে ৫০০ ও ২০০০ টাকার বান্ডিলেত স্তুপ দেখে চোখ কপালে উঠে যায় তদন্তকারী দলের তাবড় আধিকারিকদের । পরে ব্যাঙ্ক আধিকারিকদের ডেকে তিনটি টাকা গোনার মেশিন দিয়ে টাকা গননার কাজ শুরু হয় । টাকার পাশাপাশি ইডি অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল উদ্ধার করেছে বলে খবর ।।