এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২২ জুলাই : নার্সিংহোমের রান্নাঘরে রান্না চাপিয়ে শৌচাগারে গিয়েছিলেন এক মহিলা কর্মী । সেই সময় কোনোভাবে গ্যাস লিক করে আগুন ধরে যায় । ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা দেখে রোগী,রোগীর আত্মীয়সহ অনান্য কর্মীরা তৎক্ষনাৎ নিচে নেমে আসে । কিন্তু ওই মহিলাকর্মী শৌচাগার থেকে বেড়িয়ে আসার পর আতঙ্কিত হয়ে পড়েন । শেষে তিনি সিড়ি দিয়ে না নেমে নার্সিংহোমের তিনতলার কার্নিসে উঠে পড়েন । সেখান থেকে তিনি নিচে পড়ে যান । কিন্তু নিচে তখন অপেক্ষা করছিলেন আরও এক পুরুষ কর্মী । তিনি ওই মহিলাকে লুফে নিয়ে তাঁর প্রাণ বাঁচিয়ে দেন । শুক্রবার সকালে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর এলাকার একটি নার্সিংহোমের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে আসে পুলিশ ও দমকলবাহিনী । যদিও তার আগেই নার্সিংহোমের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে ।
জানা গেছে,বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু লাগোয়া রয়েছে ওই নার্সিংহোমটি । নার্সিংহোমের তিনতলায় রয়েছে রান্নাঘরটি । প্রতিদিনের মত এদিন সকালেও যথারীতি রোগীদের জন্য খাবার তৈরি করছিলে শম্পা মাঝি নামে নার্সিংহোমের এক মহিলা কর্মী । প্রায় ৯ -টা নাগাদ তিনি রান্না চাপিয়ে শৌচালয়ে গিয়েছিলেন । আর ঠিক তখনই আচমকাই রান্নার গ্যাস লিক করে আগুন ধরে যায় । আগুনের লেলিহান শিখা দেখে রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । তাঁরা পড়িমরি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন ।
নার্সিংহোমের কর্মী শিবশঙ্কর বাস্কের কথায়, ‘নার্সিংহোমের কর্মীদের একাংশ মিলে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন । এদিকে ইতিমধ্যে শৌচাগার থেকে বেড়িয়ে আসেন শম্পা মাঝি । তিনি পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন । তারপর তিনি সিঁড়ি বেয়ে না নেমে তিন তলার কার্নিসের উপর উঠে পড়েন । এই দেখে তাঁকে বাঁচানোর উদ্দেশ্যে আমি নিচে চলে আসি । তারপর শম্পাদেবী নিচে পড়তেই আমি তাঁকে লুফে নিই । আমার ডান হাতে হাল্কা চোট লাগলেও শম্পাদেবীর কিছু হয়নি ।’
এদিকে ওই এদিনের অগ্নিকান্ডের পর ওই নার্সিংহোমের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । এই বিষয়ে বিষ্ণুপুর দমকলের ওসি সনৎ কর্মকার বলেন, ‘নার্সিংহোম থেকে বেড়িয়ে আসার রাস্তা সাধারণত দুটো থাকা দরকার । কিন্তু এখানে মাত্র একটি রয়েছে । সেটাও খুব সংকীর্ণ । পাশাপাশি অগ্নি নিরাপত্তা শংসাপত্রের (Fire Safety Certificate) মেয়াদ দু’মাস আগে শেষ হয়ে গেছে । এনিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।’ অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে কোনো মতামত পাওয়া যায়নি ।।