এইদিন ওয়েবডেস্ক,২২ জুলাই : গোটা বিশ্বের পাসপোর্টের সর্বশেষ আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রকাশ করেছে হেনলে পাসপোর্ট ইনডেক্স (Henley Passport Index) । র্যাঙ্কিংয়ে সবচেয়ে কম নির্ভরযোগ্য পাসপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে আফগানিস্তান । আর পাকিস্তানের পাসপোর্টকে চতুর্থ সবচেয়ে অবিশ্বস্ত পাসপোর্ট বলা হয়েছে ।তালিকার এক নম্বরে রয়েছে জাপান। এই দেশের পাসপোর্ট থাকলে ১৯৩ টি দেশে বিনা বাধায় এবং বিনা ভিসায় যাওয়া যায়। তালিকায় ভারতের নাম রয়েছে ৮৭ নম্বরে । ভারতীয় পাসপোর্ট থাকলে বিনা বাধায় যাওয়া যাবে ৬০ টি দেশে ।
আফগানিস্তানের প্রাক্তন কূটনীতিক ঝাউস জানবাজ বলেন, ‘পাসপোর্টের নির্ভরযোগ্যতা অনুসারে শ্রেণিবিন্যাসে বিশেষ পয়েন্টগুলি বিবেচনায় নেওয়া হয়। যে দেশের পাসপোর্ট শেষ লাইনে এসেছে, সে দেশের নিরাপত্তা,অর্থনৈতিক দুর্বলতা, অস্থিতিশীলতা এবং অন্যান্য সূচকের অভাবের জন্য অনেকগুলি কারণ থাকতে পারে ।’ সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, জাপানের পর স্থান দখল করেছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া ।।