এইদিন ওয়েবডেস্ক,(অন্ডাল)পশ্চিম বর্ধমান,২১ জুলাই : পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার কাজড়ার মাধবপুর কলিয়ারী এলাকার বাসিন্দা সৌরভ বাউরী নামে এক শিশুকে খুনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম যশোদা বাউরী,উমেশ বাউর, রোহন বাউরী এবং গণেশ বাউরী । ধৃতরা প্রত্যেকেই মাধবপুর এলাকার বাসিন্দা । বুধবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় । বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুম আদালতে তুলে প্রত্যেককে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
প্রসঙ্গত, গত ৬ জুলাই দুপুর প্রায় তিনটে নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে খেলতে গিয়েছিল বছর সাতেকের শিশু সৌরভ বাউরি । তারপর সে আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে । কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে অন্ডাল থানায় নিখোঁজ ডাইরি করে পরিবার । পুলিশও ওই শিশুর কোনো হদিশ করতে পারেনি । শেষে গত ১০ জুলাই বাড়ি থেকে ৬০ থেকে ৭০ মিটার দূরে ঝোপ থেকে উদ্ধার হয় সৌরভের ক্ষতবিক্ষত দেহ । খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পাশাপাশি পুলিশ কুকুর দিয়ে তদন্ত চালানো হয় । অবশেষে এই খুনের ঘটনায় শিশুদের প্রতিবেশী ৪ জন গ্রেফতার হল । ধৃতদের জেরা করে খুনের কারন জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।