এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২১ জুলাই : ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ(বৃহস্পতিবার,২১ জুলাই ২০২২) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজির হবেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী । উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড হল একটি সংবাদপত্র যা ১৯৩৮ সালে অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের সাথে জওহরলাল নেহরু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল । বিজেপি নেতা তথা অ্যাডভোকেট সুব্রহ্মণ্যম স্বামী ২০১২ সালে একটি ট্রায়াল কোর্টে অভিযোগ দায়ের করে দাবি করেছিলেন, কিছু কংগ্রেস নেতা ইয়াং ইন্ডিয়ান লিমিটেড (YIL) দ্বারা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড অধিগ্রহণে জালিয়াতি এবং বিশ্বাস ঘাতকতার সাথে জড়িত ছিলেন । তাঁর অভিযোগ ইয়াং ইন্ডিয়ান লিমিটেড অনৈতিকভাবে ন্যাশনাল হেরাল্ডের সম্পদ আত্মসাৎ করেছে ।ন্যাশনাল হেরাল্ডের প্রায় ২০০০ কোটি টাকার সম্পদ এবং মুনাফা কুক্ষিগত করার জন্য কিছু কংগ্রেস নেতা সেটি অসদ উপায়ে অধিগ্রহণ করেছে বলে সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ । এই মামলায় কোনো অর্থ পাচার হয়েছে কিনা তা দেখার জন্য ২০১৪ সালে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
এই মামলায় ইতিপূর্বে দিল্লিতে সংস্থার সদর দফতরে পাঁচ দিনে রাহুল গান্ধীকে ৫০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করেছিল ইডি । সোনিয়া গান্ধীকেও জিজ্ঞাসাবাদের জন্য ইডি একাধিকবার নোটিশ করে ডেকে পাঠিয়েছিল । কিন্তু প্রথমে খারাপ স্বাস্থ্য এবং পরে কোভিডের কারণে সুস্থ হওয়া পর্যন্ত সময় দেওয়ার জন্য ইডির কাছে আবেদন জানিয়েছিলেন সোনিয়া গান্ধী । অবশেষে এদিন তিনি হাজিরা দিতে চলেছেন । এদিন সকাল ১১ টায় কংগ্রেস সদর দফতর থেকে ইডি অফিসের উদ্দেশ্যে রওনা দেবেন সোনিয়া গান্ধী । এই প্রথম কোনো তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হচ্ছে কংগ্রেস সভাপতিকে ।
এদিকে সোনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস । কংগ্রেস তার রাজ্য ইউনিটগুলিকে তাদের নিজ নিজ এলাকায় বিক্ষোভ দেখানোর জন্য নির্দেশ দিয়েছে । এই বিষয়ে কৌশল চূড়ান্ত করতে বুধবার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গের বাড়িতে একটি বৈঠক হয় । দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পার্টি কর্মীরা আকবর রোডে কংগ্রেসের সদর দফতরে জড়ো হবে, যেখান থেকে সোনিয়া গান্ধী ইডি অফিসের উদ্দেশ্যে রওনা হবেন । এই সময় অশোক গেহলট এবং পার্টির মিডিয়া এবং প্রচার সভাপতি পবন খেরা বক্তব্য রাখবেন । সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন ।।