এইদিন ওয়েবডেস্ক,ইটানগর,১৯ জুলাই : অরুণাচল প্রদেশে চীন সীমান্তের কাছে রাস্তা নির্মাণের কাজে যাওয়া ১৯ জন শ্রমিকের নদীতে ডুবে মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে । জানা গেছে,ওই শ্রমিকরা সকলেই আসামের বাসিন্দা । অরুণাচল প্রদেশে চীনা সীমান্তের কাছে একটি রাস্তা তৈরির জন্য বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) তাদের নিয়োগ করেছিল । ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য ঠিকাদারের কাছে ছুটি চেয়েছিল তারা । কিন্তু ছুটি মঞ্জুর করা হয়নি । এরপর তার পায়ে হেঁটেই বাড়ি ফিরছিল । কিন্তু ওই ১৯ শ্রমিক কুরুং কুমে জেলার জঙ্গলে নিখোঁজ হয়ে যায় । সপ্তাহ খানেক আগে চলে যাওয়া শ্রমিকদের সম্পর্কে এযাবৎ কিছুই জানা যায়নি । কুমি নদী পারাপারের সময় ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ।
এদিকে উদ্ধার অভিযান শুরু হয়েছে । কিন্তু অবিরাম বর্ষণের কারনে নদ-নদীর জলের স্রোত প্রচন্ড বেড়ে যাওয়ায় অভিযান কঠিন হয়ে পড়ছে । অসমর্থিত সুত্রের খবর,নদীর জলস্ফীতি এতটাই বেশি যে ওই শ্রমিকদের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই । যদিও এই বিষয়ে পুলিশ বা প্রশাসনের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।।