এইদিন ওয়েবডেস্ক,কুষ্টিয়া(বাংলাদেশ),১৮ জুলাই : বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সংখ্যাগুরু মুসলিমদের অত্যাচারের সাম্প্রতিক দৃষ্টান্ত হল নড়াইলের ঘটনা । এরই মাঝে সেদেশের কট্টরপন্থী মুসলিমদের কদর্য মানসিকতা ফের একবার প্রকাশ্যে এল । শুধুমাত্র মুসলিম মেয়েকে ভালোবাসার অপরাধে এক হিন্দু কলেজ ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কট্টরপন্থী মুসলিমদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে । নিহত কলেজছাত্রের নাম নয়ন কুমার সরকার (২২)।
জানা গেছে,নন্দনালপুর গ্রামের যগেশ কুমার সরকারের একমাত্র সন্তান ছিলেন নয়ন কুমার সরকার । স্থানীয় আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি । একই এলাকার একটি মুসলিম মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল । এই সম্পর্ক নিয়ে নয়নের পরিবারের বিশেষ আপত্তি না থাকলেও মেয়ের পরিবারের জেহাদি মানসিকতা সম্পন্ন পুরুষদের মধ্যে আক্রোশের সৃষ্টি হয়েছিল ।
জানা গেছে,শনিবার রাতে কেউ বা কারা নয়নকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । তারপর সে রাতভর বাড়ি ফেরেনি । পরিবারের লোকজন খোঁজাখুঁঁজি করেও ওই যুবকের কোনও সন্ধান পায়নি । শেষে রবিবার সকালে নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ নতুনপাড়া মাঠের মধ্যে সড়কের পাশে নয়নকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে আহত যুবককে রেফার করে দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে । কিন্তু ঢাকায় নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় ।
নিহতের বাবা যগেশ কুমার সরকার বলেন, ‘স্থানীয় এক মুসলিম মেয়ের সঙ্গে নয়নের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে আমরা নয়নকে অনেক বুঝিয়েছিলাম । আমাদের অনুমান মেয়েটির পরিবারের লোকজনই আমার ছেলেকে বাড়ি তগেকে ডেকে নিয়ে গিয়ে নৃসংশভাবে পিটিয়ে খুন করেছে । আমি খুনিদের উপযুক্ত বিচার চাই ।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান বলেন,’মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল । রোববার সন্ধ্যা ছয়টার দিকে মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে । অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । কিন্তু পুলিশ সুপার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও তা আদপেই কার্যকরহবে কিনা তা নিয়ে সন্দিহান নিহত ছাত্রের পরিবার পরিজন । কারন নড়াইলের ঘটনায় ফেসবুকে পোস্টকারী হিন্দু যুবককে গ্রেফতার করা হলেও হিন্দুদের সম্পদ নষ্টকারী একটিও কট্টরপন্থীকে সোমবার পর্যন্ত গ্রেফতার করার কোনো আগ্রহ দেখায়নি পুলিশ ।।
ছবি ও তথ্য : সৌজন্যে প্রথম আলো ।