এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ জুলাই : সোমবার হতে চলেছে ভারতের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচন । ভোটগ্রহণ হবে পার্লামেন্ট হাউস এবং রাজ্যের বিধানসভায় । যার জন্য ব্যালট বাক্স ইতিমধ্যেই গন্তব্যে পৌঁছে গেছে । ২১ জুলাই সংসদ ভবনে ভোট গণনা হবে এবং পরবর্তী রাষ্ট্রপতি ২৫ জুলাই শপথ নেবেন ।
আজ ভোট দেবেন ৪,৮০০ জন নির্বাচিত সাংসদ এবং বিধায়ক । এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহার চেয়ে বেশ কিছুটা এগিয়ে আছেন । এনডিএ প্রার্থীর পক্ষে ৬০ শতাংশের বেশি ভোট পড়ার সম্ভাবনা রয়েছে । কারন বিজেডি, ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে, টিডিপি, জেডি(এস), শিরোমণি অকালি দল, শিবসেনা এবং জেএমএম-এর মতো আঞ্চলিক দলগুলি দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার কথা জানিয়েছে । তাই তাঁর ভোট দুই-তৃতীয়াংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে । আর দ্রৌপদী মুর্মুই হলেন উপজাতীয় সম্প্রদায়ের প্রথম মহিলা যিনি শীর্ষ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হতে চলেছেন বলে মনে করা হচ্ছে ।।