এইদিন ওয়েবডেস্ক,কক্সবাজার,১৮ জুলাই : মিয়ানমারের সন্ত্রাসবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) জঙ্গিকে অস্ত্রসহ গ্রেফতার করল কক্সবাজার ১৪ এপিবিএনের জওয়ানরা । ধৃতের নাম সৈয়দুল আমিনকে (২৬) ।বালুখালীর ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের ছেলে ধৃত যুবক । সে আরসার গান গ্রুপের কমান্ডার । রবিবার ভোরে উখিয়ার বালুখালী বালুরমাটে রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে পাকড়াও করা হয় । ধৃতের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ।
কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক জানান, সৈয়দুল আমিন মিয়ানমার থেকে প্রশিক্ষণ শেষে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল । খবর পেয়ে ড্রোন ক্যামেরা ব্যবহার করে তার অবস্থান চিহ্নিত করা হয় । রাতে আরসার সাংগঠনিক কার্যক্রম চালাত সৈয়দুল আমিন । রবিবার সাংগঠনিক কার্যক্রম চালাতে গেলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয় ।
প্রসঙ্গত,মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযান শুরু হলে ২০১৭ সালের ২৫ আগস্ট লাখে লাখে রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে ঢোকে । এর আগেও বহু রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ । সব মিলিয়ে বর্তমানে ১১ থেকে ১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে বলে অনুমান । আর তারা রুজিরুটির জন্য জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কাজে । ফলে তাদের অপরাধমূলক কাজকর্ম রুখতে রাতের ঘুম উড়ে গেছে বাংলাদেশের প্রশাসনের ।।