এইদিন ওয়েবডেস্ক,জগদ্দল(উত্তর ২৪ পরগনা),১৬ জুলাই : উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলে ফের শ্যুটআউটের ঘটনা ঘটল ৷ শুক্রবার সন্ধ্যায় জগদ্দলের পুরানি বাজার এলাকার একটি চায়ের দোকানে বসে থাকা এক যুবককে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় বাইক আরোহী দুষ্কৃতীরা । যুবকের গলার নীচে এবং বুকে গুলি লাগে। দুষ্কৃতীরা অন্য এক যুবককে লক্ষ্য করেও গুলি চালায় বলে খবর । তবে সে দৌড়ে পালিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যায় । গুলিবিদ্ধ যুবককে তড়িঘড়ি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । পুলিশ জানিয়েছে,নিহত যুবকের নাম রিজওয়ান আলি ওরফে মহম্মদ টিঙ্কু(২৬) ।
এদিকে ঘটনার পরেই শুরু হয় পালটা বোমাবাজি। মুড়িমুড়কির মত বোমা পড়তে শুরু করে । দুষ্কৃতীরা একটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয় । কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা । আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ । শেষে পুলিস কমিশনার অজয় ঠাকুরের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।
জানা গেছে,খুনের ঘটনাটি ঘটেছে জগদ্দলের বড় মসজিদের সামনে ঘোষপাড়া রোডে রুস্তম গুমটি এলাকায় । ঘটনাস্থলের কিছুটা পাশেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি । তারই মাঝে দুষ্কৃতীদের তান্ডবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । তবে শনিবার সকাল পর্যন্ত দুষ্কৃতীদের নাগাল পায়নি পুলিশ ।।