এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,১৪ জুলাই : তীব্র অর্থনৈতিক সংকট ও হিংসাত্মক বিক্ষোভের মুখে তোলপাড় শ্রীলঙ্কা । ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবন দখল নিয়ে নিয়েছে বিক্ষোভকারীরা । অন্যদিকে দেশের অভ্যন্তরে তীব্র বিক্ষোভের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পালিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষে (Gotabaya Rajapaksa) । তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ইওমা এবং দুই দেহরক্ষী । এরপর গভীর রাতে পার্লামেন্টের স্পিকারের কাছে তিনি পদত্যাগের চিঠি ইমেল করেছেন । তবে রাজাপাক্ষে সিঙ্গাপুরে পৌঁছনোর পরেই চিঠিটি পাঠানো হয়েছে কিনা তা স্পষ্ট নয় ।
এদিকে শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজনৈতিক আশ্রয় হিসেবে নয় ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে গেছেন । সূত্রের খবর, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনির্দিষ্টকালের জন্য সিঙ্গাপুরে থাকবেন । পরবর্তীতে তিনি সংযুক্ত আরব আমিরাতেও যেতে পারেন ৷
তবে দেশ ছেড়ে পালিয়েও বিক্ষোভ থেকে রেহাই মেলেনি রাজাপাক্ষের । জানা গেছে,তিনি মালদ্বীপ ত্যাগ করার সময় সেখানে বসবাসকারী শ্রীলঙ্কানদের বিক্ষোভের মুখে পড়তে হয় । মালদ্বীপ সরকারের কাছে ‘অপরাধীদের’ রক্ষা না করার দাবি জানায় বিক্ষোভকারীরা । দেশটির প্রধান বিরোধী দল প্রগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপও রাজাপাক্ষের প্রবেশ নিয়ে মালদ্বীপ সরকারকে নিশানা করেছে ।।