এইদিন ওয়েবডেস্ক,মালদা, ১৪ জুলাই : মালদা জেলার রতুয়া থানার কাহালা অঞ্চলের নিমতলা গ্রামে প্রতিবেশী পরিবারের হামলায় জখম হলেন একই পরিবারের তিন মহিলাসহ ৫ জন । আহতদের নাম গৃহবধূ সোনিয়া খাতুন (২২),তাঁর স্বামী বাদশা মিঞা (২৭),শ্বশুর শওকত মিঞা (৫৩), শাশুড়ি আনো বিবি (৪০) এবং এক ননদ সোনালী খাতুন (১৪) । আহতরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় গৃহবধুদের প্রতিবেশী মানু মিঞসহ কয়েকজনের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ জানিয়েছে,অভিযুক্তরা পলাতক । তাদের সন্ধান চলছে ।
সোনিয়া খাতুনের অভিযোগ, ‘মানু মিঞার দাবি, আমার স্বামী নাকি মদ খাওয়ার জন্য তাঁর কাছ থেকে দেড় লক্ষ টাকা ঋণ করেছে । এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ৷ আমার স্বামী ওই ব্যক্তির কাছে কোনো ঋণ করেনি । অথচ এই মিথ্যা অপবাদ দিয়ে টাকা চাওয়ার নাম করে মানু ও তার পরিবারের ৮-৯ জন মিলে বুধবার রাতে হাঁসুয়া,লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয় । তারপর আমাদের ব্যাপক মারধর করে পালিয়ে যায় ।’ যদিও এই বিষয়ে অভিযুক্তদের তরফ থেকে কোনো মতামত পাওয়া যায়নি ।।