এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৪ জুলাই : কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান( Arif Mohammad Khan) দিল্লিতে ‘কানেক্টিং থ্রু কালচার’ অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের ‘সফট পাওয়ার’ এর অর্থ ব্যাখ্যা করেছেন । তিনি বলেন, ‘ভারতের শক্তি নির্ভর করে সংস্কৃত ভাষা ও সংস্কৃতির ওপর ।’ তিনি বলেন,’বিশ্বগুরু কোনও পদ নয়, এটি একটি ভূমিকা যা ভারত অতীতেও সেই দায়িত্ব পালন করেছে । আমরা আবার ফের সেই ধরনের পরিস্থিতি পুনরুজ্জীবিত করে তুলতে সক্ষম হতে চাইছি ।’কেরালার গভর্নর বলেন,’সফট পাওয়ার একটি নতুন শব্দ তবে এর ধারণাটি ভারতের জন্য নতুন নয়। এটি ভারতীয় সাংস্কৃতিক নীতির গভীরে প্রোথিত। ভারতের শক্তি দুটি বিষয়ের উপর নির্ভর করে – সংস্কৃত ভাষা এবং সংস্কৃতি।’
অনুষ্টানে বক্তব্য রাখার সময় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘বর্তমান সময়ে একটি দেশ বিনম্র শক্তি হয়ে কী করে, তা নির্ভর করে তারা কতটা শক্তিশালী তার ওপর। তিনি বলেন,’এই প্রক্রিয়া কখনও কখনও ধীরে ধীরে এবং ক্রমাগত হতে পারে এবং কখনও কখনও আক্রমণাত্মক হতে পারে । বিনম্র শক্তি সর্বদা একটি আখ্যান তৈরি করতে (fabricate the narrative),একটি চিত্র তৈরি করতে এবং মান নির্ধারণ করতে কাজ করে।’
সংস্কৃতির ওপর জোর দিয়ে বিদেশমন্ত্রী বলেন, ‘একজন বিদেশমন্ত্রী হিসেবে আমি মনে করি আজ বিশ্বের ভারসাম্য রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিহাসে দেখেছি কীভাবে রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল শক্তিশালী দেশগুলোতে,যারা বিনম্র শক্তিতে পরিণত হতে পারেনি । বিশ্বের পুনঃভারসাম্য রক্ষায় সংস্কৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ । এটাই ভারতের জন্য লাভজনক ।’।