এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৩ জুলাই : ফের কোরবানির মাংস নিয়ে অশান্তি ছড়ালো বাংলাদেশে । এবারে ঘটনাস্থল দেশটির রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকা । মাংস সংগ্রহ করতে এসে হুড়োহুড়ির মধ্যে পড়ে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক কিশোরের । নিহত কিশোরের নাম আকাশ (১২)। আহত হয়েছে আরও ৮ জন মহিলা ও পুরুষ । ঘটনার সত্যতা স্বীকার করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান ।
জানা গেছে,মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় শুভাঢ্যা এলাকার বাসিন্দা আবুল মিয়া নামে এক ব্যক্তি তাঁর বাড়িতে কোরবানির মাংস বিলি করছিলেন । বাড়ির গেটের সামনে তখন অপেক্ষা করছিল ৫০ থেকে ৬০ জন মহিলা ও পুরুষ । এদিকে লাগাতার ভিড় বেড়ে যাচ্ছে দেখে বাড়ির মেইন গেট বন্ধ করে দেওয়া করান আবুল মিয়া । আর তখনই শুরু হয় হুড়াহুড়ি । ভিড়ের মধ্যে বেশ কয়েকজন মাটিতে পড়ে যায় । ফলে তারা পদদলিত হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় আকাশ নামে ওই কিশোরের । জানা গেছে,পেশায় শ্রমিক ঠান্ডু মিয়ার ছেলে আকাশ । ঠান্ডু কেরানীগঞ্জ থানার নাজিরেরবাগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন ।।