এইদিন ওয়েবডেস্ক,ঝাঁসি(উত্তরপ্রদেশ),১২ জুলাই : বন্ধুত্ব স্বীকার না করায় দ্বাদশ শ্রেনীর এক হিন্দু ছাত্রীর উপর ব্লেড দিয়ে হামলা চালিয়ে ফেরার হয়ে গেল দানিশ খান নামে এক যুবক । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি থানার মিশন ক্রসরোড এলাকায় । নন্দিনী বার্মা নামে ওই ছাত্রী বর্তমানে ঝাঁসি মেডিকেল কলেজে চিকিৎসাধীন । তার মুখে ৩১ টি সেলাই দিতে হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন যে তার অবস্থা আশঙ্কামুক্ত । এই ঘটনায় ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঝাঁসি পুলিশ । তবে মুল অভিযুক্ত দানিশ খান পলাতক । পুলিশ জানিয়েছে,ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি মূল অভিযুক্তের সন্ধান চালানো হচ্ছে ।
পুলিশ সুত্রে জানা গেছে, করারি থানা এলাকার সিপ্রি বাজারে বাড়ি দানিশ খানের । ঝাঁসি থানা এলাকায় বাড়ি নন্দিনী বার্মা নামে ওই ছাত্রীর । মেয়েটি তিন বোন ও এক ভাই । তাদের বাবা সরকারী চাকুরে ছিলেন । তিনি মারা যাওয়ার পর দেই চাকরিতে যোগ দেন নন্দিনীর মা । বছর দুয়েক আগে নন্দিনী ও দানিশের মধ্যে পরিচয় ও মোবাইল নম্বর বিনিময় হয় । আর তারপর থেকে দানিশ মেয়েটিকে ব্লাকমেল করতে শুরু করে বলে অভিযোগ । এদিকে মেয়েটির বাড়ি থেকে প্রায় দিনই সোনার গহনা ও টাকা পয়সা উধাও হয়ে যেতে থাকে । আক্রান্ত ছাত্রীর মা জানিয়েছেন,গহনা, টাকাপয়সা কিভাবে উধাও হয়ে যাচ্ছে জানতে তিনি তান্ত্রিকের কাছে যাবার কথা বলেন বাড়িতে । আর তখনই তাঁর মেয়ে দানিশের ব্লাকমেলিংয়ের কথা কবুল করে ।
তিনি বলেন,’মেয়ের কাছ থেকে জানতে পারি দানিশ বিগত দুই বছর ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল । বিষয়টি জানার পর মাস তিনেক আগে আমি দানিশের বাড়ি গিয়েছিলাম । দানিশের মাও দু’জনের বন্ধুত্বের কথা স্বীকার করেছিল । তখন আমি দানিশকে বোঝাই । সে বলে আজকের পর থেকে সে আমরা মেয়েজে তাকে বিরক্ত করবে না, কথাও বলবে না। দানিশ ও তার পরিবারের লোকজন আমার কাছে ক্ষমাও চায় । তারপর সোমবার এই ঘটনা ঘটে গেল ।’
জানা গেছে,নওয়াবাদ থানার ইংরেজি কোচিং পড়তে যায় নন্দিনী । সোমবার সে যখন মিশন ক্রসরোড দিয়ে যাচ্ছিল সেই সময় তার উপর হামলা চালায় দানিশ । নন্দিনীর গলা,ঘাড়,গাল ও ঠোঁটে ব্লেড চালিয়ে দেয় । মেয়েটি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে স্থানীয় এক মহিলা এবং কোচিং সেন্টারের শিক্ষক তাকে উদ্ধার করে প্রথমে সিভিল হাসপাতালে নিয়ে যায় । কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় মেয়েটিকে লক্ষ্মীবাই মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয় । সার্কেল ইনস্পেকটর রাজেশ কুমার বলেন, ‘বর্তমানে মেয়েটি বিপদমুক্ত । চিকিৎসক জানিয়েছেন শিগগিরই তাকে ছেড়ে দেওয়া হবে । অভিযুক্ত দানিশ খানকে গ্রেপ্তারের জন্য একটি দল গঠন করা হয়েছে ।’।