এইদিন ওয়েবডেস্ক,১২ জুলাই : বর্তমানে জনসংখ্যার নিরিখে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে চীন । তার পরেই ভারতের স্থান । দু’দেশেরই জনসংখ্যা এখন ১০০ কোটির ওপরে। তবে সামনের বছর থেকে দুই দেশের জনসংখ্যার গতিপ্রকৃতি বিপরীত মুখী হবে । কারণ চীনে জন্ম হার কমার প্রবণতা অব্যাহত থাকায় জনসংখ্যা কমতে থাকবে । অন্যদিকে ভারতের জনসংখ্যার গ্রাফ হবে ঊর্ধমুখী ।
সামনের বছরেই চীনের কাছ থেকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের খেতাব ছিনিয়ে নিতে চলেছে ভারত । বিশ্ব জনসংখ্যা দিবসে এই নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে জাতিসংঘ । জাতিসংঘ বলছে, ২০৫০ সাল নাগাদ ভারতের জনসংখ্যা ১৬০ কোটিতে পৌঁছাবে। অন্যদিকে ততদিনে চীনের জনসংখ্যা হবে ১৩০ কোটি ।
জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল অ্যাফেয়ার্স বিভাগের তরফ থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৮৫০ কোটি । ২০৮০ সালে এটি এক হাজার ৪০ কোটি স্পর্শ করবে । চলতি বছরের নভেম্বরে বিশ্বের জনসংখ্যা প্রথমবারের মতো ৮০০ কোটি ছাড়িয়ে যাবে।
তবে জনসংখ্যা বিশ্বের সব অঞ্চলে সমান হারে বাড়বে না । আগামী তিরিশ বছরে বিশ্বের জনবিস্ফোরণের পিছনে দায়ি থাকবে মূলত ৮ টি দেশ । জাতিসংঘের মতে ওই দেশগুলি হল-, মিশর, ইথিওপিয়া,ভারত, নাইজেরিয়া,পাকিস্তান, ফিলিপিন্স এবং তাঞ্জানিয়া ।।