এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১১ জুলাই : এবারের ইদে দেশ জুড়ে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩ টি গবাদিপশু কোরবানি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় । দপ্তর থেকে আরও জানানো হয়েছে,কোরবানি উপলক্ষে এবারে এক কোটি ২১ লাখ পশু আমদানি করা হয়েছিল । অবিক্রিত থেকে গেছে ২১ লাখ ৫০ হাজার ২৩৭টি পশু ।
গতবছর ইদেও ২৮ লাখ ২৩ হাজার ৫২৩টি পশু অবিক্রিত থেকে গিয়েছিল বলে জানানো হয়েছে । বাংলাদেশের প্রাণিসম্পদ অধিদপ্তরের জানিয়েছে, গত বছর ইদে আমদানি করা হয়েছিল এক কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫ টি পশু । তার মধ্যে কোরবানি দেওয়া হয়েছিল মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি পশুকে । তুলনামূলক ভাবে এবারে প্রায় ৮ লাখের অধিক বিভিন্ন প্রাণীকে কোরবানি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ।।