এইদিন ওয়েবডেস্ক,নটিংহাম,১১ জুলাই : রবিবার নটিংহামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ২১৫ রানের বিশাল রানের পাহাড় গড়ে তোলে ইংল্যান্ড । জিততে হলে ভারতকে গড়তে হতো ইতিহাস। করতে হতো রেকর্ড। কারণ ইংল্যান্ডের মাটিতে দুশ বা তার বেশি রানের লক্ষ্য জয় করতে পারেনি কোনো দলই। অবশ্য ২০১৮ সালে ইংলিশদের ১৯৯ রানের লক্ষ্য জয় করেছিল ভারতই । গতকাল নিজেদের রেকর্ড ভাঙার সম্ভাবনাও জাগিয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা । কিন্তু শেষ অবধি তারা সফল হতে পারল না । ৯ উইকেটে ১৯৮ রান তুলে থামতে হয় ভারতকে ।
সূর্যকুমারের আউটে শেষ হয়ে যায় ভারতের জয়ের স্বপ্ন। পঞ্চম ওভারে ৩১ রানে তিন উইকেট হারানোর পর সূর্যকুমারের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে দারুণ এক প্রত্যাবর্তন করে ভারত । চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে ১১৯ রানের জুটি গড়েন সূর্য। জুটিতে শ্রেয়াসের অবদান ২৩ বলে ২৮ রান । কিন্তু ভারতের শেষের পাঁচ ব্যাটসম্যান যেতেই পারেননি দুই অঙ্কে। বিরাট কোহলি ও রোহিত শর্মারা মাত্র ১১ রান করে আউট হন ।
১৯ তম ওভারে সূর্যকুমার আউট হতেই পাল্টে যায় ম্যাচের চিত্র। ৫৫ বলে ছয় ছক্কা ও ১৪ চারে ১১৭ রানে প্যাভেলিয়নে ফেরেন সূর্য । আর এক রান করতে পারলে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক রোহিত শর্মাকে ছুঁয়ে ফেলতেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় ওপেনার। অল্পের জন্য টিকে গেল তার রেকর্ডটা ।
ইংল্যান্ডের পক্ষে চার ওভারে ২২ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রিস টোপলি। তিনি ভারতের দুই ওপেনারকে ফেরানোর পর শ্রেয়াসকেও প্যাভেলিয়নে ফেরত পাঠান । দুটি করে উইকেট নিয়েছেন ডেভিড উইলি ও ক্রিস জর্ডান । তৃতীয় ম্যাচে হারলেও টি-২০’র তিন ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী হয় । সিরিজ সেরা নির্বাচিত হন ভারতের ভুবনেশ্বর কুমার ।।