গৌরনাথ চক্রবর্তী,কাটোয়া,১২ জানুয়ারী ঃ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীন কর্মসংস্থান সুনিশ্চিতকরন প্রকল্প ও রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যৌথ উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ৫,৩৯,৯৮৮ টাকা ব্যায়ে ছাগল প্রতিপালন কেন্দ্র তৈরি করা হয়েছে কাটোয়া-২ ব্লকের জগদানন্দপুর অঞ্চলের হোগলা গ্ৰামে । সোমবার সেখানে কাটোয়া-২ ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বিভাগের উদ্যোগে ও কাটোয়া-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় হোগলা গ্ৰামের তিনটি স্বনির্ভর গোষ্ঠীকে ৬৩ টি ছাগল বিতরণ করা হল ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া-২ ব্লকের বিডিও শমীক পানিগ্ৰাহী,ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা,জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক দীপ্তিময় চট্টোপাধ্যায়, জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । রাজ্য সরকারের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ।
কাটোয়া-২ বিডিও শমীক পানিগ্ৰাহী বলেন, ‘প্রাণী সম্পদ দপ্তর থেকে হোগলা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ছাগল দেওয়া হল । আমরা আশা করব এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে ।’।