এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১১ জুলাই : ডাচ সাংসদ গির্ট ওয়াইল্ডার্স (Geert Wilders)-এর পর এবার কুরবানির নামে নির্বিচারে পশুনিধন বন্ধের আহ্বান জানালেন বিজেপির মুখপাত্র তথা সমাজকর্মী নিঘত আব্বাস (Nighat Abbass) । শনিবার উইল্ডার্স টুইটারে লিখেছিলেন, ‘আজই নিষিদ্ধ করা হোক জঘন্য বর্বর ইসলামিক কুরবানির ঈদ হত্যা উৎসবকে !’ তবে গির্ট-এর মত অতটা কঠোর শব্দ প্রয়োগ করেননি নিঘত আব্বাস । তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘ইদকে বছরের পর বছর ধরে বদনাম করে যাওয়া হচ্ছে । কুরবানির ভূল উদাহরণ দেওয়া হচ্ছে । কিছু মানুষ অবলা প্রাণীদের ঘরে এনে তাকে খাওয়ায়, খুব ভালোবাসা দেখায়, তাকে এই অনুভূতি দেওয়া হয় যে মানুষ তার কত আপন । হয়তো ওই পশুগুলো মানুষকে নিজের বলেও বিশ্বাস করতে শুরু করে । আর তারপর ?’
নিঘত আব্বাস বলেন, ‘বকরিদ,কুরবানির নামে ওই অবলা প্রাণীটার সাথে বিশ্বাসভঙ্গ করে তার রক্তেই নিজেদের লাল করে নিই আমরা । তারপর ওকে টুকরো টুকরো করে কেটে নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে ফেলি । আর একেই আমরা উৎসব বলি ? এই ধরনের উৎসব পালনে কি লাভ? যেখানে আমরা কারোর সাথে বিশ্বাসভঙ্গ করছি ।’
তিনি মানুষের প্রতি আহ্বান জানান, ‘আজ ইর্ষাকে কুরবান করুন, ধোকাবাজিকে কুরবান করুন, মিথ্যাকে কুরবান করুন । উৎসবের দিন আমি আপনাদের জ্ঞান দিতে চাই না । শুধু বলতে চাই, আজ ফের একবার ওই সমস্ত অসহায় অবলা প্রাণী গুলিকে ধোঁকার মধ্যে রেখে আমরা কুরবানি পালন করছি । আসুন একে অপরের সঙ্গে কোলাকুলি করে,আপেল খেয়ে ইদ পালন করি । ইদ মুবারক ।’
দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী নিঘত আব্বাস দিল্লির একজন রাজনীতিবিদ এবং সামাজিক কর্মী । বর্তমানে তিনি বিজেপির একজন সক্রিয় সদস্য এবং মুখপাত্র । তিনিই ইউনিফর্ম সিভিল কোড প্রণয়নের জন্য দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন ।।