এইদিন ওয়েবডেস্ক,মালদা,১২ জানুয়ারি : তৃণমূল কংগ্রেস শাসত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ তুলে পথে নামল মালদার চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর অঞ্চলের বিজেপি নেতৃত্ব । মঙ্গলবার ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি । পরে পঞ্চায়েত প্রধানের হাতে সাত দফা দাবিতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় । এদিনের বিজেপির এই কর্মসূচীতে এলাকার শতাধিক মানুষকে সামিল হতে দেখা যায় ।
ক্ষেমপুর অঞ্চল মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা । এদিন প্রায় তিন শতাধিক মানুষ পঞ্চায়েত অফিসের সামনে এসে জড়ো হন । আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পঞ্চায়েতের সামনে ঢাকঢোল বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । নেতৃত্ব দেন বিজেপির ১৬ নম্বর জেলাপরিষদ মন্ডলের সভাপতি ত্রিবেনী সাহা।
ত্রিবেনীদেবীর অভিযোগ,’আবাস যোজনার অনুদান পেতে গেলে কাটমানি দিতে হয় । জনবহুল এলাকায় ঠিকমত পানীয় জলের ব্যবস্থা নেই । হাতেগোনা কিছু সাবমার্সিবল পাম্পের ভরসায় থাকতে হয় স্থানীয় বাসিন্দাদের । পাশাপাশি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকার রাস্তাগুলি বেহাল অবস্থায় রয়েছে । এছাড়া প্রায় দিনই প্রধান গরহাজির থাকেন । ফলে এলাকাবাসীকে সমস্যার সম্মুখীন হতে হয় ।’
পাশাপাশি পঞ্চায়েত প্রধান এলাকা সম্পর্কে কোনও খোঁজখবর রাখেন না ও নিজের ইচ্ছামত পঞ্চায়েতের কাজকর্ম চালান বলে অভিযোগ তুলেছেন ত্রিবেনীদেবী । অন্যদিকে আবাস যোজনায় কাটমানি নেওয়ার কথা স্বীকার করেছেন ক্ষেমপুর পঞ্চায়েতের প্রধান সম্পা রানী সিনহা । তিনি বিক্ষোভকারীদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে ।।