জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০৯ জুলাই : নিষিদ্ধ প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভা । শনিবার গুসকরা বীট হাউসের পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী ও ভাইস চেয়ারম্যান বেলি বেগম এলাকার বিভিন্ন বাজারে হানা দেন। সঙ্গে ছিলেন পুরসভার বড়বাবু মধুসূদন পাল ও স্যানিটারি ইন্সপেক্টর দেবাশীষ গোস্বামীসহ অনান্য পুরকর্মীরা । তাঁরা হাতে নাতে কয়েকজন ব্যবসায়ীকে ধরেও ফেলেন । পূর্ব ঘোষণা অনুযায়ী জরিমানাও করা হয় তাঁদের । বেশ কিছু নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্তও করা হয় । তবে এদিনের পুরসভার অভিযান ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে দেখা ।
কুশলবাবু বলেন,’এটা ঠিকই দীর্ঘদিন ব্যবহার করতে করতে হঠাৎ বন্ধ হলে সমস্যা হবেই। কিন্তু পরিবেশের স্বার্থে, সাময়িক অসুবিধা হলেও, সবাইকে মেনে নিতেই হবে। একটা সময় দেখা যাবে বাজারে যাওয়ার সময় ঠিক আগের মতই প্রত্যেকেই বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাচ্ছে। ভবিষ্যত প্রজন্মের স্বার্থে প্রত্যেককে সরকারি নির্দেশ মেনে চলতে অনুরোধ করব ।’।