এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,০৯ জুলাই : কারফিউ জারি করে রোখা গেল না বিক্ষোভ । শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা । পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে, এমনকি গুলিও চালায় । তবুও বিক্ষোভকারীদের রুখতে পারেনি পুলিশ । তবে তার আগেই বাসভবন ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে । বিক্ষোভের সময় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩৩ জন আহত হয়েছেন এবং তাদের কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে । উল্লেখ্য,মার্চ মাস থেকেই রাজাপাক্ষের পদত্যাগের দাবিতে সরব হচ্ছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ । এপ্রিল মাসে বিক্ষোভকারীরা তার কার্যালয়ের প্রবেশপথ দখল করার পর থেকেই তিনি রাষ্ট্রপতির বাসভবনটিকে তাঁর বাসভবন এবং অফিস হিসাবে ব্যবহার করছেন ।
এই বিক্ষোভ ঠেকাতে শুক্রবার রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেগম্বো, কেলানিয়া, নুগেগোদা, মাউন্ট লাভিনিয়া, উত্তর কলম্বো, দক্ষিণ কলম্বো এবং কলম্বো সেন্ট্রালসহ শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশের সাতটি পুলিশ বিভাগে কারফিউ জারি করা হয়েছিল । কিন্তু শীর্ষ আইনজীবী ইউনিয়ন, মানবাধিকার গোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলির চাপের পর শ্রীলঙ্কায় পুলিশ শনিবার সরকার বিরোধী বিক্ষোভের আগে কারফিউ তুলে নেয় ।
শ্রীলঙ্কার বার অ্যাসোসিয়েশন পুলিশ কারফিউকে বেআইনি এবং মৌলিক অধিকারের লঙ্ঘন বলে তীব্র বিরোধিতা করে । বার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, ‘এই ধরনের কারফিউ স্পষ্টতই বেআইনি এবং আমাদের দেশের জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন । রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে এবং তার সরকার সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ ।’।