প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ জুলাই : গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে ধারাল অস্ত্র নিয়ে সচিবের উপর হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক । ধৃতের নাম পিরু আঁকুড়ে । তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের গলসি ২ ব্লকের গোহগ্রামের মিরেপাড়ায়।গোহগ্রাম পঞ্চায়েতের সচিবের উপর হামলা চালানোর দায়ে গলসি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে পিরুকে গ্রেপ্তার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শুক্রবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে। সিজেএম ধৃতকে বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে,ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে । ওইদিন ধারালো একটি কাটারি নিয়ে পিরু অাঁকুড়ে আচমকা পঞ্চায়েত অফিসে ঢোকে পড়ে ।সেই সময় পঞ্চায়েত প্রধান, সদস্য আশিষ চট্টোপাধ্যায়সহ কয়েকজন অফিসে ছিলেন।কাটারি নিয়ে পিরু পঞ্চায়েতের সচিব সঞ্জীব মণ্ডলের উপর চড়াও হয়।নিজেকে বাঁচাতে সচিব দৌড় শুরু করে দেন। পিরু তাঁর পিছু ধাওয়া করে । পঞ্চায়েতের সদস্য ও দুলাল বিশ্বাস নামে এক ব্যক্তি কোনও রকমে পিরুকে ধরে ফেলেন। পরে ঘটনা সবিস্তার জানিয়ে পঞ্চায়েত প্রধান রিঙ্কু ঘোষ গলসি থানায় পিরুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ হামলা ও খুনের চেষ্টার ধারায় পিরুর বিরুদ্ধে মামলা রুজু করেছে।ধৃতকে গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ ধারালো কাটারিটিও বাজেয়াপ্ত করেছে ।।