দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ জুলাই : রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা গাড়িগুলি থেকে তেল চুরি করে পালাচ্ছিল একটি চক্র । জনৈক এক গাড়ির মালিকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । ধৃতের নাম কার্তিক দে ওরফে বুবাই ওরফে ছোটকা ওরফে মিঠুন। তার বাড়ি জামালপুরের জৌগ্রাম এলাকায় । বৃহস্পতিবার রাতে জামালপুর এলাকা থেকেই তাঁকে পাকড়াও করে আনে পুলিশ । শুক্রবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৩ দিনের জন্য পুলিস হেফাজতে পাঠানো হয় ।
পুলিশ সুত্রে জানা গেছে,দিন কয়েক আগে কাটোয়া শহরের বর্ধমান রোডের বাসিন্দা সন্তোষ সাউ নামে ওই ট্রাক মালিক কাটোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগপত্রে তিনি জানান,সড়ক পথের পাশেই দাঁড় করিয়ে রাখা ছিল তাঁর ট্রাকটি । পরের দিন সকালে এসে দেখেন ট্রাকের ট্যাঙ্ক খালি । সব তেল চুরি করে পালিয়েছে দুষ্কৃতীদল । এদিকে সিসিটিভি ফুটেজের সুত্র ধরে ঘটনার তদন্তে নেমে একটি সন্দেহজনক ছোট ম্যাটাডোর গাড়ি নজরে পড়ে পুলিশের । সেই সুত্র ধরে ধৃত কার্তিক দে’র হদিশ পায় পুলিশ ।
ধৃতকে প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে ওই ম্যাটাডোর গাড়িতে চড়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাক,ডাম্পার প্রভৃতির গাড়ির ট্যাঙ্ক থেকে পাইপের সাহায্যে তেল বের করে নিত তারা । ম্যাটাডোরের ভিতরে থাকতো বড় ড্রাম । তাতেই মজুত করত চোরাই তেল । পরে খোলা বাজারে বিক্রি করে দিন । যাতে চট করে কেউ ধরতে না পারে তার জন্য ঘন ঘন বদল করে দিত ম্যাটাডোরের নম্বর প্লেট ।
পুলিশ জানিয়েছে,এই ঘটনায় একজনকে গ্রেফতারের পাশাপাশি আটক করা হয়েছে ওই ম্যাটাডোরটি । উদ্ধার হয়েছে বেশ কয়েকটি নম্বর প্লেট । ধৃতকে জেরা করে চক্রের বাকিদের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।