এইদিন ওয়েবডেস্ক,পাণ্ডবেশ্বর(পশ্চিম বর্ধমান),০৬ জুলাই : মিষ্টির দোকানে চুরি করতে আসে চোরেরা।বেশ বড়সড় দোকান। তাই চোরেরা নিশ্চিত ছিল এমন চালু একটি দোকানে হাতসাফাই করলেই মোটা টাকা কামাই হবে। সার্টারের তালা ভেঙে রীতিমতো কসরত করে দোকানে ঢুকে চোরের দলটি দেখে ক্যাশবাক্সে কিছু খুচরো পয়সা ছাড়া তেমন কিছু নেই। এত খাটা খাটনি বৃথা যেতে দেখে মিষ্টান্ন ব্যবসায়ীর ওপর চটে যাওয়া স্বাভাবিক। আর সেই রাগে মিষ্টির গামলাগুলিতে ডিটারজেন্ট পাউডার ছিটিয়ে দিয়ে পালিয়ে গেল চোরেরা ।
পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের স্টেশন রোডে একটি মিষ্টির দোকানে চুরি করতে এসে এমনই কাণ্ড ঘটাল দুস্কৃতীদল। বুধবার সকালের দিকে দোকান খুলতে এসে দোকানমালিকের নজরে পড়ে। তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
জানা যায়, মঙ্গলবার রাতে পাণ্ডবেশ্বর স্টেশন রোডে ওই মিষ্টির দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক জানান দোকানের তালা ভেঙে কার্যত তাণ্ডব চালিয়ে গিয়েছে চোরের দল। দুটি গ্যাস ভর্তি সিলিন্ডার, পাঁচটি তেল ভর্তি টিন নিয়ে চম্পট দিয়েছে। যদিও ক্যাশবাক্সে টাকাপয়সা তেমন ছিল না। কিছু খুচরো পয়সা রেখে বাকি টাকা নিয়ে রাতে দোকান বন্ধ করে চলে যান দোকানমালিক। সকালে দেখতে পান গ্যাস সিলিন্ডার, তেলের টিন নিয়ে যাওয়ার পাশাপাশি দোকানে রাখা সমস্ত মিষ্টির মধ্যে ডিটারজেন্ট পাউডারের গুঁড়ো ছিটিয়ে দিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা । কিছু মিষ্টি তার আগে খেয়েও নেয়। বাকি সমস্ত মিষ্টি এভাবেই নষ্ট করে পালায় ওই চোরের দল। দোকান মালিক জয়ন্ত লাহা জানান তার প্রায় ১০ হাজার টাকার মিষ্টি ছিল। তাতে দোকানে রাখা ডিটারজেন্ট পাউডার ছিটিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। ফলে সব মিষ্টি নষ্ট হয়ে গিয়েছে। পুলিশ এদিন তদন্তে আসে। তবে চুরির ঘটনার কিনারা এখনও করতে পারেনি পুলিশ।।